Top

রক্তদান করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এইচএসসি পরীক্ষার্থী

০৯ ডিসেম্বর, ২০২২ ৮:২১ অপরাহ্ণ
রক্তদান করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এইচএসসি পরীক্ষার্থী
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি :

রক্তদান করতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন লতিফুর রহমান (১৮) নামের এক এইচএসসি পরীক্ষার্থী। এসময় আহত হন লতিফুর রহমানের সহপাঠী আহসান হাবীব আকাশ (১৮)।

মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে শুক্রবার বেলা ১১টার দিকে কুড়িগ্রাম জেলার তালতলা বাজারের বিজিবি পার্কের সামনে। মর্মান্তিক এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে নিহত লতিফুরের গ্রামজুড়ে।স্তব্ধ সহপাঠী ও পাড়া প্রতিবেশীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও পড়েছে শোকের ছায়া।

নিহত লতিফুর কুড়িগ্রামের উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের আবদুল হাদি গ্রামের আবদুল ওহাবের ছেলে। আহত আহসান নাগেশ্বরী উপজেলার খামারিয়াপাড়া গ্রামের আবদুল হাকিমের ছেলে। তাঁরা দুজনই চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। লতিফুর ও আহসান কুড়িগ্রাম সদরে ছাত্রাবাসে থেকে পড়াশোনা করতেন। কুড়িগ্রাম সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জাকিরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।

হাসপাতালে চিকিৎসাধীন আহসানের বরাত দিয়ে এএসআই জাকিরুল বলেন, বেলা ১১টার দিকে লতিফুর ও আহসান মোটরসাইকেল নিয়ে কুড়িগ্রামে তালতলার কাজী অফিস মোড় থেকে কুড়িগ্রাম সদর হাসপাতালে যাচ্ছিলেন। তালতলা বাজারের বিজিবি পার্কের সামনে পৌঁছালে মোটরসাইকেলটি একটি ট্রলিকে পেছন থেকে অতিক্রম করতে যায়। এ সময় অপর প্রান্ত থেকে আসা একটি বাইসাইকেলের সামনে পড়লে মোটরসাইকেলের চালক ও যাত্রী নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর ছিটকে পড়েন। এতে তাঁরা ওই ট্রলির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। তৎক্ষণাৎ স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে যান। এর মধ্যে লতিফুরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে সেখান থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বিকেলে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লতিফুরের মৃত্যু হয়।

আহত আহসানের ছাত্রাবাসের এক শিক্ষার্থী আবির হাসান বলেন, লতিফুর ও আহসান দুজনই রক্তদান করতে যাচ্ছিলেন। গতকালই তাঁদের এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে। হঠাৎ লতিফুরের মৃত্যুর খবর শুনে খারাপ লাগছে। সে প্রায়ই আমাদের ছাত্রাবাসে আসতেন।

এএসআই জাকিরুল বলেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহত লতিফুরের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এ ঘটনায় কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি।

শেয়ার