Top
সর্বশেষ
হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ৩ দিনের রিমান্ড স্ত্রী হত্যা মামলায় সাবেক এসপি বাবুল আক্তারের জামিন ইসকন ইস্যুতে বৃহস্পতিবারের মধ্যে সরকারকে পদক্ষেপ জানাতে হবে: হাইকোর্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সব আসামিকে খালাস চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডে জড়িত ৭ জন গ্রেফতার চট্টগ্রামে আদালত চত্বরে আইনজীবী সাইফুল হত্যা: ৩০ জনকে আটক গাজায় ফের ১৪ ফিলিস্তিনি ও এক ইসরায়েলি সেনা নিহত আইনজীবী হত্যায় প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে কাজ করুন: শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা সরকারের সহযোগিতা চান শীর্ষ বহুজাতিক কোম্পানির নির্বাহীরা

প্যারিসে পুলিশের সঙ্গে মরক্কো-ফ্রান্স সমর্থকদের সংঘর্ষ

১১ ডিসেম্বর, ২০২২ ১০:২৮ পূর্বাহ্ণ
প্যারিসে পুলিশের সঙ্গে মরক্কো-ফ্রান্স সমর্থকদের সংঘর্ষ
আন্তর্জাতিক ডেস্ক :

ফ্রান্সের প্যারিসের চ্যাম্পস এলিসিসে মরক্কো ও ফ্রান্সের সমর্থকদের পুলিশের সঙ্গে সংঘর্ষের খবর পাওয়া গেছে। তাদের ওপর কাঁদানে গ্যাস ছোড়ে প্যারিসের পুলিশ। জানা গেছে, সেমি ফাইনালে যাওয়ার বিজয় উদযাপন করছিল তারা।

রয়টার্সের খবরে বলা হয়, কাতার বিশ্বকাপে মরক্কো ও পতুর্গালের ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পর প্যারিসের জনপ্রিয় অ্যাভিনিউতে জড়ো হন মরক্কোর হাজার হাজার সমর্থক। ইংল্যান্ডের বিপক্ষে ফ্রান্সের জয়ের পর আরও অনেকে যোগ দেন তাদের সঙ্গে।

পরিস্থিতি সামাল দিতে সেখানে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। এক পর্যায় পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে সমর্থকদের ছত্রভঙ্গ করে দেয়।

ভিডিও ফুটেজে দেখা গেছে, লোকজন দোকানপাট ভাঙচুর করছে এবং পুলিশের সঙ্গে সংঘর্ষ চলছে। চ্যাম্পস এলিসিসের কাছাকাছি অ্যাভিনিউ ফ্রিডল্যান্ডেও সংঘর্ষ বাধে।

বিপি/এএস

শেয়ার