Top

মানিকগঞ্জে কলকারখানার প্রতিনিধিদের সঙ্গে ডিসির মতবিনিময় সভা

২৭ নভেম্বর, ২০২৪ ৩:৪৬ অপরাহ্ণ
মানিকগঞ্জে কলকারখানার প্রতিনিধিদের সঙ্গে ডিসির মতবিনিময় সভা
মানিকগঞ্জ প্রতিনিধি :

মানিকগঞ্জ জেলায় অবস্থিত কলকারখানার প্রতিনিধিগণের সাথে মতবিনময় সভা করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১০ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর মানিকগঞ্জ এর আয়োজনে জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আতিকুল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ওয়ারেস, কলকারখানা অধিদপ্তরের মানিকগঞ্জের উপমহাপরিদর্শক মোঃ মোজাম্মেল হোসেন, মুন্নু ফেব্রিক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাশীদ সামিউল ইসলাম, দি প্লাস্টিসিটি কোম্পানির প্রতিনিধি মোঃ সাইফুল ইসলামসহ বিভিন্ন কলকারখানার মালিক ও দায়িত্বশীল কর্মকর্তারা। এ সময় উপস্থিত প্রতিনিধিরা তাদের প্রতিষ্ঠান পরিচালনায় বিভিন্ন সমস্যা তুলে ধরে তা সমাধানের জন্য জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের কাছে অনুরোধ জানান।

সবশেষে কলকারখানা পরিচালনা,উৎপাদন ও বাজারজাতকরণে সমস্যা নির্ধারণ ও সমাধানের লক্ষ্যে উধ্বর্তন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আশ্বস্ত করে সভা শেষ করেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা।

এনজে

শেয়ার