Top

প্যারামাউন্ট টেক্সটাইলের আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন

১৯ ডিসেম্বর, ২০২২ ১১:২৫ পূর্বাহ্ণ
প্যারামাউন্ট টেক্সটাইলের আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন
নিজস্ব প্রতিবেদক :

স্বচ্ছ করপোরেট গভর্নেন্স এবং কোম্পানীর সামগ্রিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা, স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করার স্বীকৃতিস্বরূপ ইন্সটিটিউট অব চার্টার্ড সেক্রেটারিস অব বাংলাদেশ (আইসিএসবি) এর গোল্ড অ্যাওয়ার্ড জিতেছে প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি। এ নিয়ে মোট ৬ বার আইসিএসবি জাতীয় পুরস্কার অর্জন করেছে প্রতিষ্ঠানটি।

শনিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত নবম পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ১৩টি ক্যাটাগরিতে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থাকে এ পুরস্কার দেয় আইসিএসবি। প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি ‘টেক্সটাইল এবং আরএমজি ক্যাটাগরি’-তে এ পুরস্কার অর্জন করে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এর কাছ থেকে প্যারামাউন্ট টেক্সটাইলের পক্ষে গোল্ড অ্যাওয়ার্ড গ্রহণ করেন প্রতিষ্ঠানটির পরিচালক অলক কুমার দাস এবং রাতুল দাস।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন, বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ, আইসিএসবি’র সভাপতি মো. আসাদ উল্লাহসহ অন্যরা। বাংলাদেশ ফাইন্যান্সের এমন স্বীকৃতিতে প্রতিষ্ঠানটিকে অভিনন্দন জানান আমন্ত্রিত অতিথিরা।

বিপি/আজাদ

শেয়ার