নেত্রকোনার কেন্দুয়ায় গরীব, অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) জেলার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়ন ও দলপা ইউনিয়নে ৮ শতাধিক শীতার্ত অসহায়, গরীর, দুঃখী মানুষের মাঝে কম্বল বিতরণ করেন, কেন্দ্রীয় বিএনপি নেতা রোটারিয়ান এম. নাজমুল হাসান।
এ সময় উপজেলার বলাইশিমুল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলী আজগর তাং মল্লিক ও দলপা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান আকতার জামিল সোহেল সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি নেতাকর্মী সহ যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবদল ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় বিএনপি নেতা রোটারিয়ান এম. নাজমুল হাসানের বাড়ি জেলার কেন্দুয়া উপজেলায়, তিনি কেন্দুয়া-আটপাড়া আসনে দলীয় মনোনয়ন প্রাত্যাশী হিসেবে দীর্ঘদিন যাবত মাঠে কাজ করছেন।
কম্বল বিতরন অনুষ্ঠানে এক বক্তব্যে নাজমুল হাসান বলেন, দেশনায়ক তারেক জিয়ার নির্দেশে জেলার আটপাড়া- কেন্দুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের আসহায়, গরীব, শীতার্ত অসহায় মানুষের মাঝে, তিনি কম্বল বিতরণ করে যাচ্ছেন।