ঢাকা টেস্টের দ্বিতীয় দিন শেষে কিছুটা স্বস্তি নিয়ে সাজঘরে গিয়েছিল বাংলাদেশ। কোন উইকেট না হারিয়ে দ্বিতীয় ইনিংসে ৭৯ রান পিছিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শুরু করে দুই টাইগার ওপেনার। তবে দিনের শুরুতেই যেন আবারো চিরচেনা রূপে সাকিব আল হাসানরা। ব্যাটারদের ব্যর্থতায় অল্পতেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে স্বাগতিকরা। কিন্তু দুই উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস ও নুরুল হাসান সোহানের ব্যাটে আশার আলো দেখলেও শেষ পর্যন্ত ২৩১ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। সিরিজ জয় করতে হলে ভারতের দরকার ১৪৫ রান।
আজকের খেলা শুরুর আগে স্বস্তির সংবাদ পেয়েছিল দুই টাইগার ক্রিকেটার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে প্রথম দিকে অবিক্রীত থেকেও শেষভাগে দল পায় সাকিব আল হাসান ও লিটন দাস। এ নিয়ে প্রথমবারের মতো তিনজন বাংলাদেশি আইপিএলের এক আসরে খেলতে যাচ্ছে। তবে এসব কিছু ছাপিয়ে আলোচনায় টাইগারদের জাতীয় দলের জার্সিতে ব্যাটিং ব্যর্থতা। সিরিজ বাঁচানোর লড়াইয়ে ঢাকা টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনে আবারো রঙহীন সাকিব আল হাসানের দল।
দিনের শুরুতে ব্যাট করতে নেমে সাজঘরে ফিরেন ওপেনার নাজমুল হোসেন শান্ত। আজকের দিনের দ্বিতীয় ওভারেই রবিচন্দ্রন অশ্বিনের বলে লেগ বি ফোরের ফাঁদে পড়েন এ বাঁহাতি ব্যাটার। আগের ম্যাচে টাইগারদের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক মুমিনুল হক দ্বিতীয় ইনিংসে ছিলেন রঙহীন। মাত্র ৫ রান করে মোহাম্মদ সিরাজের বলে ক্যাচ দিয়ে বসেন তিনি।
দলীয় ২৬ রানে ২ উইকেট হারানো বাংলাদেশ ওপেনার জাকির হাসান ও অধিনায়ক সাকিব আল হাসানের ব্যাটে ভর করে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত তা সফল হয়নি। তাদের ২৫ রানের জুটি ভাঙেন পেসার উনাদকাত।
১৩ রান করে শুভমন গিলের হাতে ক্যাচ দিয়ে বসেন টাইগার অধিনায়ক। এরপর ক্রিজে আসেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। তবে বরাবরের মতোই এই সিরিজে আবারো ব্যর্থ মিস্টার ডিপেন্ডেবলের ব্যাট।
অক্ষর প্যাটেলের বলে লেগ বি ফোরের ফাঁদে পড়েন এই ডানহাতি ব্যাটার। সাজঘরে ফেরার আগে তার ব্যাটে এসেছিল কেবল ৯ রান। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে টাইগার কেবল ৭১ রান তুলে পেড়েছে তাদের স্কোরবোর্ডে। ভারত থেকে ১৬ রান পিছিয়ে মধ্যাহ্নভোজে যায় বাংলাদেশ।
বিরতি থেকে ফিরে এসে নিজের অর্ধশতক তুলে নেন সাগরিকায় অভিষেকে শতক হাঁকানো ওপেনার জাকির হাসান। এই বাঁহাতি ওপেনার দলের রানের চাকা এগিয়ে নিয়ে যাওয়ার ইঙ্গিত দিলেও ব্যক্তিগত ৫১ রানে উমেশ যাদবের শিকার হন। এরপর ক্রিজে নেমে দ্রুতই সাজঘরে ফিরেন মেহেদী হাসান মিরাজ।
ভারতকে দ্বিতীয় ইনিংসে বড় লক্ষ্যের চ্যালেঞ্জ দেওয়ার হাতছানি ছিল টাইগারদের সামনে। শেষ দিকে নুরুল হাসান সোহান ও তাসকিন আহমেদের সঙ্গে জুটি গড়েন লিটন দাস। যার ফলে টাইগারদের দ্বিতীয় ইনিংসের সংগ্রহ ২০০ রান পার করে। সবশেষ ভারতীয় বোলারদের তোপে ২৩১ রানে অলআউট হয় বাংলাদেশ। টাইগারদের হয়ে সর্বোচ্চ ৭৩ রান করেন লিটন। ভারতের হয়ে ৩টি উইকেট শিকার করেন অক্ষর প্যাটেল। সিরিজ জয়ের জন্য ভারতের সামনে মাত্র ১৪৫ রানের লক্ষ্য।
বিপি/ এমএইচ