Top

আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার পাচ্ছে ৩ লেখক

৩১ ডিসেম্বর, ২০২২ ৮:৩২ অপরাহ্ণ
আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার পাচ্ছে ৩ লেখক
নিজস্ব প্রতিবেদক :

আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার ২০২০ এর জন্য সেরা লেখক নির্বাচিত হয়েছেন সাংবাদিক ও লেখক মশিউল আলম। আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার ২০২১ এর জন্য সেরা লেখক নির্বাচিত হয়েছেন বিশিষ্ট কবি ও গবেষক আমিনুল ইসলাম এবং সাহিত্যিক স্বকৃত নোমান।

মশিউল আলম তাঁর ‘দুধ’ শিরোনামের সমকালীন গল্পের বই, আমিনুল ইসলাম তাঁর ‘নজরুল সংগীত: বাণীর বৈভব’ শিরোনামের প্রবন্ধ সাহিত্যমূলক বই এবং স্বকৃত নোমান তাঁর ‘উজানবাঁশি’ শিরোনামের উপন্যাসের জন্য নির্বাচিত হয়েছেন।

শীঘ্রই আইএফআইসি ব্যাংক কর্তৃপক্ষ একটি অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত প্রত্যেক সেরা লেখককে পুরস্কারের অর্থ ৫ (পাঁচ) লক্ষ টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করবে।

আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ এ সারওয়ার বলেন, “আইএফআইসি’র একটা সাংস্কৃতিক ভিত্তি ভূমি আছে। আইএফআইসি বিশ্বাস করে, এ দেশের যা কিছু দেশপ্রেমজনিত, মঙ্গলজনিত, সাধারণ মানুষের জন্য কল্যাণজনিত, তার সাথে আইএফআইসি’র সংশ্লিষ্টতা একটি দায়বদ্ধতার মতোই। সেই ধারাবাহিকতায় এই সাহিত্য পুরস্কারের আয়োজন।”

শেয়ার