Top
সর্বশেষ
এখন পর্যন্ত রাষ্ট্রপতিকে সরানোর উদ্যোগ নেই: প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব শাহবাগে আর জনসভা ও সমাবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত সরকারের স্কয়ার টেক্সটাইলসের লভ্যাংশ ঘোষণা ‘রাজনৈতিক কারণে নয়, শৃঙ্খলাভঙ্গের দায়ে ২৫২ এসআইকে অব্যাহতি’ সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ২৫২ এসআইকে অব্যাহতি চাঁদপুরে ধান ক্ষেতে ব্লাস্ট সংক্রমণে দুশ্চিন্তায় কৃষক জামায়াতের নিবন্ধন: খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করলেন আদালত ছয় মাসে ব্যাংকগুলোর সিএসআর ব্যয় কমেছে ১২ শতাংশ ব্যাংকে পাঠানো রেমিট্যান্স ঠিকমতো পাচ্ছে না স্বজনরা আমিরাতে দ্রুত ভিসা সমস্যা সমাধানের আশ্বাস রাষ্ট্রদূতের

আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার পাচ্ছে ৩ লেখক

৩১ ডিসেম্বর, ২০২২ ৮:৩২ অপরাহ্ণ
আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার পাচ্ছে ৩ লেখক
নিজস্ব প্রতিবেদক :

আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার ২০২০ এর জন্য সেরা লেখক নির্বাচিত হয়েছেন সাংবাদিক ও লেখক মশিউল আলম। আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার ২০২১ এর জন্য সেরা লেখক নির্বাচিত হয়েছেন বিশিষ্ট কবি ও গবেষক আমিনুল ইসলাম এবং সাহিত্যিক স্বকৃত নোমান।

মশিউল আলম তাঁর ‘দুধ’ শিরোনামের সমকালীন গল্পের বই, আমিনুল ইসলাম তাঁর ‘নজরুল সংগীত: বাণীর বৈভব’ শিরোনামের প্রবন্ধ সাহিত্যমূলক বই এবং স্বকৃত নোমান তাঁর ‘উজানবাঁশি’ শিরোনামের উপন্যাসের জন্য নির্বাচিত হয়েছেন।

শীঘ্রই আইএফআইসি ব্যাংক কর্তৃপক্ষ একটি অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত প্রত্যেক সেরা লেখককে পুরস্কারের অর্থ ৫ (পাঁচ) লক্ষ টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করবে।

আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ এ সারওয়ার বলেন, “আইএফআইসি’র একটা সাংস্কৃতিক ভিত্তি ভূমি আছে। আইএফআইসি বিশ্বাস করে, এ দেশের যা কিছু দেশপ্রেমজনিত, মঙ্গলজনিত, সাধারণ মানুষের জন্য কল্যাণজনিত, তার সাথে আইএফআইসি’র সংশ্লিষ্টতা একটি দায়বদ্ধতার মতোই। সেই ধারাবাহিকতায় এই সাহিত্য পুরস্কারের আয়োজন।”

শেয়ার