Top

অভিষেকে মায়ার্সের সেঞ্চুরি, হতাশাই প্রাপ্তি টাইগারদের

০৭ ফেব্রুয়ারি, ২০২১ ২:১৪ অপরাহ্ণ
অভিষেকে মায়ার্সের সেঞ্চুরি, হতাশাই প্রাপ্তি টাইগারদের
স্পোর্টস ডেস্ক : :

বাংলাদেশি ক্রিকেটারদের বারবার ক্যাচ মিস আর ভুলের সুযোগটি ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা বেশ ভালোভাবে কাজে লাগাচ্ছে। স্পিনারদের বিপক্ষে দারুণ ব্যাট করে চলেছেন অভিষিক্ত কাইল মার্স। দিনের শুরুতেই হাফ সেঞ্চুরির দেখা পান তিনি। পরে মুস্তাফিজের করা ৮৩ তম ওভারে সেটিকে সেঞ্চুরিতে রূপ দেন এ বাঁহাতি ব্যাটসম্যান। চতুর্থ উইকেটে তার সঙ্গী হিসেবে হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন আরেক অভিষিক্ত এনক্রুমাহ বোনারও।

প্রথম সেশন শেষে ওয়েস্ট ইন্ডিজের কোন উইকেট ফেলতে পারেননি বাংলাদেশের বোলাররা। শেষ খবর পর্যন্ত সফরকারীদের সংগ্রহ ২৫৭ রান। ৭৮ রান করে অপরাজিত আছেন বোনার। প্রথম টেস্ট জিততে এখনো ওয়েস্ট ইন্ডেজর প্রয়োজন ১৩৮ রান, হাতে আছে ৭ উইকেট এবং প্রায় দেড় সেশন।

পঞ্চম দিন চট্টগ্রামের উইকেটে স্পিনারদের বল বড় বড় টার্ন করবে এমনটাই প্রত্যাশিত ছিল। তৃতীয় দিনে অপরাজিত থাকা দুই ব্যাটসম্যান কাইল মায়ার্স এবং এনক্রুমাহ বোনার প্রথম সেশনেও অপরাজিত থাকবেন এমনটা নিশ্চয়ই প্রত্যাশা করেননি কেউ। এই স্পিনিং উইকেটেও মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম এবং নাইম হাসানদের স্পিনের বিপক্ষে ঠিকই দাঁতে দাত চেপে রান তুলে চলেছেন দুই ব্যাটসম্যান। ফলে প্রথম সেশন শেষে হতাশাই একমাত্র প্রাপ্তি বাংলাদেশের।

চট্টগ্রাম টেস্ট জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ৩৯৫ রান। সে লক্ষে পঞ্চম দিনের শুরুটা ভালো করেছে সফরকারীরা। তাই বলে বাংলাদেশের বোলারা যে সুযোগ তৈরি করতে পারেননি তা নয়। দুটি এলবিডব্লু হলেও রিভিউ না নেয়া, ক্যাচ হাতছাড়া করা সবশেষে রিভিউ নিয়েও বেচে যাওয়া। ফলে চতুর্থ উইকেট জুটিতে ২০২ রান নিয়ে অপরাজিত বোনার-মায়ার্স জুটি।

এই জুটি ভাঙার চারটি পরিস্কার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। ৪৭ রানের মাথায় তাইজুলের বল প্যাডে লাগে মায়ার্সের। জোরালো আবেদনে করেও সাড়া দেননি আম্পায়ার, বাংলাদেশও নেয়নি রিভিউ। টিভি রিপ্লেতে দেখা যায়, বল লেগেছিল স্ট্যাম্পে, রিভিউ নিলে উইকেট পেতেন তাইজুল। মায়ার্সই একটু পর আবারো ৪৯ রানে জীবন পান। মিরাজের বলে স্লিপে ক্যাচ নিতে পারেননি নাজমুল হোসেন শান্ত।

আউট হতে পারতেন বোনারও। নাঈম হাসানের একটি তীক্ষ্ণ টার্ন করা বল বোনারের প্যাডে এসে লাগে। এবারও রিভিউ নেয়নি বাংলাদেশ, বোনারও বেঁচে গেলেন ২৫ রানে। লাঞ্চ বিরতির ঠিক আগে তাইজুলের বল আরো একবার প্যাডে লাগে মায়ার্সের। জোড়ালো আবেদন করেও সাড়া দেননি আম্পায়ার। এবার বাংলাদেশ অধিনায়ক রিভিউ নিলেও দুর্ভাগ্যের জেরে রিভিউয়ে দেখা গেল উইকেট আম্পায়ার্স কল।

ফলে ৯১ রান করা মায়ার্স আবারো জীবন পেলেন। হতাশায় পুড়লো বাংলাদেশ। অন্যদিকে ৪৩ রান করে অপরাজিত আছেন বোনার। লাঞ্চ বিরতি পর্যন্ত উইন্ডিজদের সংগ্রহ ৩ উইকেটে ১৯৭ রান। প্রথম টেস্ট জিততে সফরককারীদের এখনো প্রয়োজন ১৯৮ রান, হাতে আছে ৭ উইকেট। একইসঙ্গে দিনের খেলার বাকি আছে দুই সেশন।

শেয়ার