Top

আল-আরাফাহ্ ব্যাংকের প্রশিক্ষণ কর্মসূচি

১০ জানুয়ারি, ২০২৩ ৭:৫০ অপরাহ্ণ
আল-আরাফাহ্ ব্যাংকের প্রশিক্ষণ কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক :

নির্ভুলভাবে তথ্য-উপাত্ত এন্ট্রি ও আপলোড করার লক্ষ্যে ডাটা এন্ট্রি ইউজার ও ডাটা ভেরিফায়ারগণকে প্রশিক্ষণ প্রদান করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত ‘মর্টগেজ ডাটা ব্যাংক ও মামলা ব্যবস্থাপনার সিস্টেম’-এ প্রশিক্ষন দেওয়া হয়।

মঙ্গলবার (১০ জানুয়ারি) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর. চৌধুরী প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন। আল-আরাফাহ্ টাওয়ারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এস এম জাফর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক শাব্বির আহমেদ, সৈয়দ মাসুদুল বারী এবং ব্যাংকের ট্রেইনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ডাইরেক্টর জেনারেল মোঃ আব্দুল আউয়াল সরকার। এ সময় উপব্যবস্থাপনা পরিচালক মোঃ শফিকুর রহমান, মোঃ মাহমুদুর রহমান, আবেদ আহমেদ খান, মোঃ আব্দুল্লাহ্ আল মামুন এবং মোঃ ফজলুর রহমান চৌধুরী উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে ব্যাংকের শাখাসমূহ থেকে ডাটা এন্ট্রি ইউজার এবং ডাটা ভেরিফায়ারগণ ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।

শেয়ার