চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সব-রেজিস্ট্রার ইউসুফ আলীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, ঘুষ বাণিজ্য ও জনসাধারণকে হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও প্রেস ব্রিফিং করেছেন মুক্তিযোদ্ধাগণ। মঙ্গলবার (১৭ জানুয়ারী) সকালে সাব-রেজিস্ট্রারের অফিসের সামনের সড়কে এ মানববন্ধন ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
ঘন্টা ব্যাপী চলা মানববন্ধনে বক্তারা বলেন, সাব-রেজিস্ট্রার ইউসুফ আলী জনসাধারনকে হয়রানি, ঘুষ বাণিজ্য করে থাকেন। ঘুষ দিতে রাজি না হলে নানাভাবে অপদস্ত ও হয়রানি করা হয় সেবাগ্রহীতাদের। এর ফলস্বরূপ তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে গত ১০ জানুয়ারী সেবাগ্রহীতারা তাকে মারধর করে। অথচ এই হামলার দায় দেয়া হচ্ছে উপজেলা নির্বাহী অফিসারের উপর।
বক্তারা আরও বলেন, উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত একজন ভালো মানুষ। তার বিরুদ্ধে কোন অপপ্রচার চালালে আমরা আগামীতে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। সেই সাথে দুর্নীতিগ্রস্ত সাব-রেজিস্টার ইউসুফ আলীর চাকরি থেকে অব্যাহতির দাবি জানান মুক্তিযোদ্ধাগণ।
এই সময় উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বজলুর রশিদ সনু, উপজেলা ডেপুটি কমান্ডার আব্দুল হামিদ, জেলা কমান্ডের সাংগঠনিক কমান্ডার তরিকুল ইসলাম, জেলা কমান্ডের সাহিত্যিক ও সংস্কৃতিক সম্পাদক মশিউর রহমান, সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা তোসলিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধাগণসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।