নীলফামারী সদরের কচুকাটার আব্দুস সামাদের ছেলে ফয়জুল ইসলামের বাড়িতে সোমবার গভীর রাতে অভিনব কায়দায় ঘরের ছাদ ফুটো করে চুরি করে অজ্ঞাতনামা একটি চোরচক্র। এসময় ফয়জুলের আলমারীতে থাকা ১১লক্ষ ২০হাজার টাকা ৩ভরি স্বর্ণালঙ্কার ও একটি টিভিএস কোম্পানির এ্যাপাচি মোটর সাইকেল চুরি করে।
পরে ঘরে থাকা একটি ট্রাঙ্ক খুলতে গেলে শব্দ হওয়ায় টের পেয়ে যায় বাড়িতে থাকা লোকজন। বাড়ির লোকজন চিৎকার শুরু করলে একপর্যায়ে চোরচক্রটি সব ঘরের দরজা বাহির থেকে বন্ধ করে পালিয়ে যায়।
ঘটনার বিষয়ে ফয়জুল ইসলাম বলেন, এখন চোরের উৎপাত বৃদ্ধি পেয়েছে। সোমবার রাতে খাওয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম। আনুমানিক রাত দেড়টায় একটি চোরচক্র বাড়ির পিছনে থাকা বাঁশঝার দিয়ে এসে ঘরের ছাদ ফুটা করে আমার সর্বস্ব লুটে নেয়। একপর্যায়ে টের পেয়ে চিৎকার চেঁচামেচি করলে চোর চক্রটি ঘরের সব দরজা বাহির থেকে লাগিয়ে দিয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে মঙ্গলবার দুপুরে কয়েকজনকে অজ্ঞাত আসামি করে নীলফামারী সদর থানায় একটি অভিযোগ দাখিল করে ফয়জুল ইসলাম।
নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ আব্দুর রউপ বলেন, চুরির ঘটনায় নীলফামারী সদর থানায় একটি এজহার দাখিল করা হয়েছে। ঘটনার তদন্ত সাপেক্ষে চোরচক্রটিকে ধরার চেষ্টা চলছে।