Top

নীলফামারীতে মোটরসাইকেলের ধাক্কায় শিশু শিক্ষার্থীর মৃত্যু

০৫ জুলাই, ২০২৪ ১২:২২ অপরাহ্ণ
নীলফামারীতে মোটরসাইকেলের ধাক্কায় শিশু শিক্ষার্থীর মৃত্যু

স্কুল থেকে বাড়ি ফেরার সময় নীলফামারীর ডোমারে মোটরসাইকেলের ধাক্কায় তাপস রায় (৮) নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুলাই) বিকেলে উপজেলার বোড়াগাড়ী পাঙ্গা মটুকপুর সড়কের বাবুপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাপস পাঙ্গা মটুকপুর ইউনিয়নের মনিহারী পাড়ার প্রদীপ রায়ের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন শিশুটি। চালক তাকে রাস্তায় নামিয়ে দিলে একটি মোটরসাইকেল ধাক্কা দেয়। তাৎক্ষণিকভাবে শিশুটিকে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এসময় মোটরসাইকেল আরোহী নুর আমিনও আহত হন।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসীন আলী জাগো নিউজকে জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। মোটরসাইকেল থানায় আনা হয়েছে এবং চালকও হাসপাতালে ভর্তি।

এম পি

শেয়ার