চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী রোজার ঈদের পর অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন চবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান।
তিনি বলেন, মঙ্গলবার বেলা ১১ টায় চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারের উপস্থিতিতে ভর্তি পরীক্ষা সংক্রান্ত ডিন’স কমিটির একটি মিটিং হয়েছে। প্রাথমিকভাবে রোজার ঈদের পর ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে এটা এখনো চুড়ান্ত সিদ্ধান্ত না।
অধ্যাপক এস এম মনিরুল হাসান বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নেবে না। ভর্তি পরীক্ষার তারিখ এখনো নির্দিষ্ট হয়নি। বিশ্ববিদ্যালয় পরিষদের একটি মিটিং হওয়ার কথা রয়েছে। সেখানে বাকি সিদ্ধান্ত নেওয়া হবে।