Top
সর্বশেষ
এখন পর্যন্ত রাষ্ট্রপতিকে সরানোর উদ্যোগ নেই: প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব শাহবাগে আর জনসভা ও সমাবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত সরকারের স্কয়ার টেক্সটাইলসের লভ্যাংশ ঘোষণা ‘রাজনৈতিক কারণে নয়, শৃঙ্খলাভঙ্গের দায়ে ২৫২ এসআইকে অব্যাহতি’ সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ২৫২ এসআইকে অব্যাহতি চাঁদপুরে ধান ক্ষেতে ব্লাস্ট সংক্রমণে দুশ্চিন্তায় কৃষক জামায়াতের নিবন্ধন: খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করলেন আদালত ছয় মাসে ব্যাংকগুলোর সিএসআর ব্যয় কমেছে ১২ শতাংশ ব্যাংকে পাঠানো রেমিট্যান্স ঠিকমতো পাচ্ছে না স্বজনরা আমিরাতে দ্রুত ভিসা সমস্যা সমাধানের আশ্বাস রাষ্ট্রদূতের

সলিমুল্লাহ মেডিকেল কলেজে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

০৯ ফেব্রুয়ারি, ২০২৩ ৪:১৩ অপরাহ্ণ
সলিমুল্লাহ মেডিকেল কলেজে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা
নিজস্ব প্রতিবেদক :

‘এসো মিলি প্রাণের ক্যাম্পাসে’ স্লোগানে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের ৫১ তম এসএসএমসি দিবস অনুষ্ঠিত হয়েছে। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ প্রাঙ্গণে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের কার্যকরী সদস্য ডা. মো. জাবেদের সঞ্চালনায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. নুরুল হুদা লেলিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের প্রথম ব্যাচের ছাত্র সাবেক সংসদ সদস্য ও প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. এইচ বি এম ইকবাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ শাখার ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন খলিফা, স্বাচিবের সাবেক সহসভাপতি রউফ সরদার, সংসদ সদস্য রুস্তম আলী ফরাজী, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. জামাল উদ্দিন চৌধুরী, মহাসচিব অধ্যাপক ডা. কামরুল হাসান, বিএমএর সাবেক মহাসচিব অধ্যাপক ডা. কাজী শহীদুল আলম, ব্রিগেডিয়ার জেনারেল কাজী রশিদুন্নবীসহ অন্যরা।

পরে এক আনন্দ শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

শেয়ার