Top
সর্বশেষ
আইনজীবী হত্যায় প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে কাজ করুন: শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা সরকারের সহযোগিতা চান শীর্ষ বহুজাতিক কোম্পানির নির্বাহীরা চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার অনুরোধ শিবির সভাপতির নিষ্ঠুরভাবে বিক্ষোভ কন্ট্রোল করতে না চাওয়াটা সরকারের বড় সীমাবদ্ধতা: প্রেস সচিব চট্টগ্রামে ইসকন সদস্যদের হামলায় আইনজীবী সাইফুল নিহত সেপ্টেম্বরে কৃষিঋণ বিতরণ ও আদায় বেড়েছে সংবিধানের ৬২ জায়গায় সংশোধনী চায় বিএনপি   ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র সংঘর্ষের ঘটনায় ছাত্রশিবিরের উদ্বেগ প্রকাশ

হাইকোর্টের ভুয়া জামিননামা তৈরির অপরাধে তিনজনকে পুলিশ গ্রেফতার করেছে

১৫ ফেব্রুয়ারি, ২০২৩ ১২:৫১ অপরাহ্ণ
হাইকোর্টের ভুয়া জামিননামা তৈরির অপরাধে তিনজনকে পুলিশ গ্রেফতার করেছে
মাগুরা প্রতিনিধি :

হাইকোর্টের বিচারপতিদের নামে ভুয়া জামিনাদেশ তৈরির অভিযোগে মাগুরা থেকে গতকাল ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সংস্থাটির একজন কর্মকর্তা আজাদ রহমান বলছে, গ্রেপ্তাররা সংঘবদ্ধ দলের সদস্য। তারা দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ও সাজাপ্রাপ্ত মামলার আসামিদের ভুয়া জামিন আদেশ তৈরি করে প্রতারণা করে আসছিলো। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে মাগুরা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এদিন সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান। গ্রেপ্তারকৃতরা হলেন, হাইকোর্টের সাবেক জমাদার দাউদ এলাহী, সাবেক কারারক্ষী শেখ আব্দুল মাজেদ ও আশরাফুজ্জামান ওরফে রনি।

সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান বলেন, ‘২০১১ সালে মাগুরা জজ কোর্ট পরিদর্শনকালে তৎকালীন বিচারপতি (বর্তমানে প্রধান বিচারপতি) হাসান ফয়েজ সিদ্দিকী কিছু মামলার নথি পরীক্ষা করে দেখতে পান, ১১টি মামলায় সুপ্রিম কোর্টের বিচারপতিদের জামিন আদেশ, প্রতারণা ও জাল জালিয়াতির মাধ্যমে তৈরি করা হয়েছে। বিষয়টি তিনি হাইকোর্টের তৎকালীন ডেপুটি রেজিস্ট্রার মাহফুজুল করিম আকন্দকে তদন্ত করার নির্দেশ দেন। তখন রফিক ও দাউদ এলাহীকে অভিযুক্ত করে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। এ ঘটনায় হাইকোর্ট বিভাগের তৎকালীন কোর্ট কিপার আব্দুল ওয়ারেছ বাদী হয়ে ২০১৫ সালের ২০ মে শাহবাগ থানায় মামলা করেন। মামলাটি দীর্ঘ ৭ বছরের বেশি সময় ধরে থানা পুলিশ ও দুদক তদন্ত করে। পরে পুলিশ সদর দপ্তরের নির্দেশে মামলাটি সিআইডিতে হস্তান্তরিত হয়।’

তিনি বলেন, ‘তদন্তভার পেয়ে কাজ শুরু করে সিআইডি। এরই ধারাবাহিকতায় সিআইডির একটি টিম মাগুরা শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মামলার আসামি দাউদ ও তদন্তে ঘটনার সঙ্গে জড়িত অন্য দুজনকে গ্রেপ্তার করে। দাউদ এলাহী হাইকোর্টের জমাদার হিসেবে কর্মরত থাকাকালে একটি সংঘবদ্ধ প্রতারক ও জালিয়াত চক্র গড়ে তোলেন। চক্রটি মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিচারপতিদের নামে ভুয়া জামিন আদেশ তৈরি করে বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার আসামিদের জামিন পাইয়ে দেওয়ার কাজ করত।’ধৃত তিনজন কে আজ আদালতে সোপার্দ করা হয়েছে।

 

শেয়ার