Top

চেন্নাই টেস্ট থেকে ছিটকে গেলেন আর্চার

১২ ফেব্রুয়ারি, ২০২১ ৪:৫১ অপরাহ্ণ
চেন্নাই টেস্ট থেকে ছিটকে গেলেন আর্চার
স্পোর্টস ডেস্ক : :

ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নামার আগে ইংল্যান্ড শিবিরে দুঃসংবাদ। চোটের জন্য দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন পেসার জোফরা আর্চার। শনিবার থেকে চেন্নাইতে শুরু হচ্ছে সিরিজের দ্বিতীয় টেস্ট। বৃহস্পতিবার ইসিবি’র পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।

মঙ্গলবার প্রথম টেস্ট ২২৭ রানের ব্যবধানে ভারতকে হারিয়ে দেয় ইংল্যান্ড। চার ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেছে জো রুটের দল। শনিবার থেকে চেন্নাইয়ের এম চিন্নাস্বামী স্টেডিয়ামে শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট।

কিন্তু তার আগেই ডান হাতের কনুইয়ে চোটের কারণে দ্বিতীয় টেস্ট থেকে সরে দাঁড়ালেন আর্চার। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) পক্ষ থেকে বৃহস্পতিবার জানানো হয়, ‘জোফরা আর্চার শনিবার থেকে শুরু হতে চলা চেন্নাইয়ে দ্বিতীয় টেস্ট থেকে সরে দাঁড়ালেন। ডানহাতের কনুইয়ের চোটের জন্য ইনজেকসন নিয়েছিল। তারপরও অস্বস্তিবোধ করেছিলেন তিনি। এই অবস্থাতেই প্রথম টেস্টে খেলেছিল আর্চার।’

ইসিবি’র সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ‘এই চোট পুরনো নয়। ফলে আশা করা যায় দ্রুত সুস্থ হয়ে উঠবে আর্চার।’ প্রথম টেস্টে জসপ্রিত বুমরাহকে আউট করে ভারতীয় ইনিংসের ইতি টেনেছিলেন আর্চার। ৪২০ রানের লক্ষ্য তাড়া করে দু’শর আগেই শেষ হয়ে যায় ভারতীয় ইনিংস। মাত্র ঘণ্টা পাঁচেকে ১৯২ রানে টিম ইন্ডিয়াকে অলআউট করে দেন ইংলিশ বোলাররা। এই হারের ফলে চেন্নাইয়ে ২২ বছর পর টেস্ট ম্যাচ হারল ভারত। এই স্টেডিয়ামে ভারত শেষবার টেস্ট হেরেছিল ১৯৯৯ সালে।’

ইংল্যান্ড বড় ব্যবধানে ম্যাচ জিতলেও পঞ্চম দিনে চেন্নাইয়ের পিচকে তার দেখা সবচেয়ে খারাপ অ্যাখ্যা দেন আর্চার। ইংল্যান্ডের এই ডানহাতি পেসার ডেইলি মেইলে নিজের কলামে লেখেন, ‘পঞ্চম দিনে চেন্নাইয়ের পিচ, আমার দেখা সবচেয়ে খারাপ। পিচের রং ছিল কমলা। প্রচুর রাফ প্যাচেস ছিল। আমাদের লক্ষ্য ছিল শেষ দিন ৯টি উইকেট তুলে নেওয়া। আমরা সেটা করতে পেরে খুশি। ঘরের মাঠে এই ভারতীয় ব্যাটসম্যানদের দারুণ রেকর্ড রয়েছে। পরিস্থিতিটা ওদের দেখে কেউ ভালো বোঝে না। সুতরাং আমরা এত সহজে জিতব ভাবিনি।’

শেয়ার