Top
সর্বশেষ
চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডে জড়িত ৭ জন গ্রেফতার চট্টগ্রামে আদালত চত্বরে আইনজীবী সাইফুল হত্যা: ৩০ জনকে আটক গাজায় ফের ১৪ ফিলিস্তিনি ও এক ইসরায়েলি সেনা নিহত আইনজীবী হত্যায় প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে কাজ করুন: শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা সরকারের সহযোগিতা চান শীর্ষ বহুজাতিক কোম্পানির নির্বাহীরা চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার অনুরোধ শিবির সভাপতির নিষ্ঠুরভাবে বিক্ষোভ কন্ট্রোল করতে না চাওয়াটা সরকারের বড় সীমাবদ্ধতা: প্রেস সচিব চট্টগ্রামে ইসকন সদস্যদের হামলায় আইনজীবী সাইফুল নিহত সেপ্টেম্বরে কৃষিঋণ বিতরণ ও আদায় বেড়েছে

‘ট্রাম্পের বিরুদ্ধে অভিসংসন প্রক্রিয়া ডেমোক্র্যাটদের প্রতিহিংসা’

১৩ ফেব্রুয়ারি, ২০২১ ১০:৪০ পূর্বাহ্ণ
‘ট্রাম্পের বিরুদ্ধে অভিসংসন প্রক্রিয়া ডেমোক্র্যাটদের প্রতিহিংসা’

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিসংসন প্রক্রিয়াকে ডেমোক্র্যাটদের রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে উল্লেখ করেছেন ট্রাম্পের আইনজীবী মিশেল ফন ভিন।

আইনজীবী মিশেল ফন ভিনের দাবি, ট্রাম্পের বিরুদ্ধে আনিত অভিযোগে অভিসংসিত করতে কোনো প্রমাণ নেই।

যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে সহিংসতায় ইন্ধন জুগিয়েছেন বলে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তাকেও ‘ডাহা মিথ্যা’ বলেছেন তার আইনজীবী।

ক্ষমতা ছাড়ার দুই সপ্তাহ আগে গত ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে নজিরবিহীন তাণ্ডব চালায় রিপাবলিকান সমর্থকেরা। হামলার সময় ট্রাম্পের পক্ষে স্লোগান ধরেন তারা। সহিংসতায় প্রাণ হারায় পাঁচ জন, আহত হয় আরও অনেকে।

এতে ট্রাম্পের ইন্ধন ছিল বলে দাবি করে তার বিরুদ্ধে অভিসংসন প্রস্তাব আনে ডেমোক্র্যাটরা। ১৩ জানুয়ারি ট্রাম্পকে অভিসংসিত করা হয় ডেমোক্র্যাট সংখ্যাগরিষ্ঠ কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি সভায়। প্রস্তাবের পক্ষে ভোটে পড়ে ২৩২টি, বিপক্ষে ১৯৭টি।

গত ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসেছেন জো বাইডেন। কিন্তু ট্রাম্প বিদায় নিলেও তাকে চূড়ান্তভাবে অভিসংসিত করার পরিকল্পনা থেকে সরেনি ডেমোক্র্যাটরা।

নিম্নকক্ষে পাস হওয়া অভিসংসন প্রস্তাব নিয়মানুযায়ী উচ্চকক্ষে আসার পর শুনানি চলছে। এখানে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করতে হলে সিনিটের ১০০ আসনের মধ্যে দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন প্রয়োজন হবে।

কিন্তু সিনেটে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের প্রতিনিধিত্ব সমান, ৫০-৫০। তাই ট্রাম্পকে অভিসংসনে করতে হলে ট্রাম্পের দলের অন্তত ১৭ জন সিনেটরকে ভাগিয়ে আনতে হবে ডেমোক্র্যাটদের।

তা সম্ভব হবে না বলে জোর ধারণা। কেননা অধিকাংশ রিপাবলিকান সিনেটরই জানিয়েছেন, তারা ট্রাম্পকে দোষী সাব্যস্ত করে ভোট দেবেন না।

স্থানীয় সময় শুক্রবার ট্রাম্পের পক্ষের আইনজীবীদেরকে যুক্তি তুলে ধরার জন্য ১৬ ঘণ্টা সময় দেয়া হয়। কিন্তু এত সময় নেয়নি তারা। চার ঘণ্টার কম সময়ের মধ্যেই ট্রাম্পের পক্ষে যুক্তি তুলে ধরে দ্রুত অভিসংসন বিচার শেষ করার চেষ্টা করছেন তারা।

ক্যাপিটল হিলে হামলার জন্য ট্রাম্পকে দায়ী করতে এর আগে টানা দুই দিনের শুনানিতে বিভিন্ন ভিডিও ও অডিও ফুটেজ তুলে ধরে ডেমোক্র্যাট আইনজীবীরা।

তাদের অভিযোগ, সহিংসতা থামানো নিয়ে কোনো তৎপরতা ছিল না ট্রাম্পের এবং দুঃখও প্রকাশ করেননি তিনি। এ ঘটনায় বিচার না হলে আবারও এমনটা ঘটতে পারে।

এসব অভিযোগ উড়িয়ে দিয়ে ট্রাম্পের আইনজীবী ভিন বলেন, “বেআইনি বা সহিংসতাপূর্ণ তাণ্ডব প্রেসিডেন্ট চাচ্ছিলেন বা এতে উৎসাহ দিয়েছিলেন বলে যে অভিযোগ আনা হয়েছে তা ভিত্তিহীন ও ডাহা মিথ্যা।

সহিংসতার সময় প্রেসিডেন্ট টুইটারের মাধ্যমে প্রথম যে দুটি বার্তা দিয়েছিলেন তা হলো- ‘শান্তিপূর্ণ অবস্থান নিন’ এবং ‘কোনো সহিংসতা হবে না, কারণ আমরা আইন ও শৃঙ্খলায় বিশ্বাসী দল।’

ট্রাম্পের আইনজীবী বলছেন, বিষয়টি নিয়ে ডেমোক্র্যাটরা খুব বাজে রাজনৈতিক খেলা খেলছে। এতে ট্রাম্পকেই হেয় করা হচ্ছে না। তাকে ভোট দেয়া সাড়ে সাত কোটি আমেরিকানকে হেয় করা হচ্ছে।

নির্বাচনের ফল প্রত্যাখ্যান করার আইনি অধিকার ট্রাম্পের রয়েছে বলেও জানান তার আইনজীবী। বলেন, ‘এর আগে অনেক প্রেসিডেন্ট প্রার্থী বিভিন্ন উপায়ে নির্বাচন নিয়ে চ্যালেঞ্জ জানিয়েছে।’

প্রমাণ হিসেবে ২০১৭ সালের কিছু ভিডিও ক্লিপ তুলে ধরেন ভিন। এতে দেখা যায়, প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পকে বিজয়ী মানতে আপত্তি জানাচ্ছে ডেমোক্র্যাটরা।

শেয়ার