Top
সর্বশেষ

রপ্তানিতে প্লাস্টিকশিল্পের বড় সাফল্য

০৩ মার্চ, ২০২৩ ১০:৫০ পূর্বাহ্ণ
রপ্তানিতে প্লাস্টিকশিল্পের বড় সাফল্য
ইকবাল আজাদ :

রাশিয়া-ইউক্রেন সংঘাতে তৈরি বিশ্ব অর্থমন্দার মাঝে আলো দেখাচ্ছে দেশের রপ্তানিখাত। আগের বছরের তুলনায় শেষ চারমাসে দেশের রপ্তানি আয় টানা বৃদ্ধি পেয়েছে। ফলে রিজার্ভ সংকটের মাঝে কিছুটা স্বস্তির আশা হয়ে উঠছে বৈদেশিক মুদ্রা উপার্জন। রপ্তানি খাতে নেতৃত্ব দেওয়া দেশের তৈরি পোশাক পণ্যের পাশাপাশি অন্যান্য পণ্যেও বেড়েছে রপ্তানি আয়। চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম আট মাসে আগের অর্থবছরের তুলনায় প্লাস্টিক খাতে রপ্তানি বেড়েছে ৩৭ দশমিক ৩২ শতাংশ।

বৃহস্পতিবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তৈরি চলতি অর্থবছরের প্রথম আটমাসে রপ্তানি আয়ের বিবরণী থেকে এ তথ্য জানা গেছে।

এতে দেখা যায়, দেশের অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে চলতি অর্থবছরের প্রথম আট মাসে বাংলাদেশের প্লাস্টিক পণ্য উৎপাদনকারী বিভিন্ন প্রতিষ্ঠান বিশ্বের নানান দেশে ১৩ কোটি ৮৩ লাখ ডলারের পণ্য রপ্তানি করে। যা একই সময়ের লক্ষ্যমাত্রার তুলনায় ৭ দশমিক ৭২ শতাংশ বেশি। চলতি ২০২২-২৩ অর্থবছরে প্রথম আট মাসের জন্য প্লাস্টিক খাতে লক্ষ্যমাত্রা ছিলো ১২ কোটি ৮৪ লাখ ডলার। তাছাড়া গত ২০২১-২২ অর্থবছরে প্রথম আট মাসে প্লাস্টিক পণ্য রপ্তানিতে লক্ষ্যমাত্রা ছিলো ১০ কোটি ডলার। শেষ অর্থবছরের আলোচ্য সময়ের তুলনায় চলতি অর্থবছরে রপ্তানি আয় বেড়েছে ৩৭ দশমিক ৩২ শতাংশ।

এ ব্যাপারে জানতে চাইলে বংলাদেশ প্লাস্টিক পণ্য প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিপিজিএমইএ) সভাপতি শামিম আহমেদ বাণিজ্য প্রতিদিনকে বলেন, আমাদের উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো প্লাস্টিক পণ্যের মান সময়পোযোগী হিসেবে গড়ে তুলছে। ফলে দেশের চাহিদা মেটানোর পরেও সারা বিশ্বে প্রতিনিয়ত তৈরি হচ্ছে নতুন নতুন গ্রাহক। এতে নানান সংকটের মাঝেও আমাদের রপ্তানির ধারা অব্যাহত আছে। আশা করছি, এই ধারা অব্যাহত থাকলে এবার আমরা লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ২২ কোটি ডলারের মতো রপ্তানি করতে পারবো।

তিনি বলেন, প্লাস্টিক পণ্যে প্রত্যক্ষ রপ্তানি ছাড়াও আমাদের প্রচ্ছন্ন রপ্তানিতে বেশ বড় বাজার রয়েছে। উভয় খাত মিলিয়ে আমাদের রপ্তানি আয় দেড় বিলিয়নের মতো হবে বলে আশা করছি।

সংগঠনটির তথ্য মতে, বর্তমানে রপ্তানিতে প্লাস্টিক পণ্যের অবস্থান ১৩তম। কিন্তু প্রচ্ছন্ন রপ্তানির (যার মধ্যে গার্মেন্টস এক্সেসরিজ উল্লেখযোগ্য) হিসাব এর সাথে যুক্ত হলে রপ্তানিতে প্লাস্টিক পণ্যের অবস্থান হবে ৬ষ্ঠ। প্লাস্টিকশিল্পে বর্তমানে মোট ৫৭০ বিলিয়ন ডলারের বৈশ্বিক বাজার রয়েছে। এর মধ্যে বাংলাদেশের অর্জন মাত্র দশমিক ১ শতাংশ। বিপিজিএমইএ এ খাতে বাংলাদেশের হয়ে চলতি অর্থবছরে ৩ শতাংশ অর্জনের লক্ষ্যে কাজ করছে। লক্ষ্যমাত্রা পূরণ হলে বাংলাদেশের প্লাস্টিক খাতের বার্ষিক অর্জন ১০ বিলিয়ন ডলারে উন্নীত হবে।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বিপিজিএমইএ জানায়, প্লাস্টিক খাতে বর্তমানে সারাদেশে প্রায় ৫০৩০টি অধিক মাইক্রো, ক্ষুদ্র, মাঝারি, বৃহৎ শিল্প প্রতিষ্ঠানে কার্যক্রম চলছে। অভ্যন্তরীণভাবে বর্তমানে প্রায় ৪০ হাজার কোটি টাকার প্লাস্টিক পণ্য উৎপাদন ও বিপণন হচ্ছে। এই খাত থেকে সরকারের কোষাগারে প্রতি বছর আনুমানিক প্রায় ৩৫০০ কোটি টাকা রাজস্ব দিয়ে থাকে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। তাছাড়া প্লাস্টিক শিল্পে বার্ষিক রপ্তানি হয় প্রায় ১ দশমিক ২ বিলিয়ন ডলার। বিশ্বজুড়ে ব্যাপক চাহিদা থাকায় এবং বিদুৎ ও গ্যাসের আহামরি প্রয়োজন না হওয়ায় টালমাটাল বিশ্ব পরিস্থিতির মধ্যেও এই খাতে রপ্তানি প্রবৃদ্ধিসহ অগ্রযাত্রা অব্যাহত থাকবে।

প্লাস্টিক পণ্যের প্রসার ও রপ্তানি বৃদ্ধিতে গত মাসে চার দিনব্যাপী আন্তর্জাতিক প্লাস্টিক মেলার আয়োজন করেছে বিপিজিএমইএ। এতে বাংলাদেশসহ মোট ২১টি দেশ অংশগ্রহণে ৫৮৪টি কোম্পানি অংশগ্রহণ করেছিলো। মেলায় পণ্য অর্ডারের পাশাপাশি অত্যাধুনিক মেশিনারিজ ক্রয়ে গ্রাহকদের বেশ চাহিদা ছিলো।

মেলা সম্পর্কে বিপিজিএমইএ সভাপতি বলেন, এবারের মেলায় অত্যাধুনিক মেশিনারিজে গ্রাহকদের আগ্রহ ছিলো দেখার মতো। মেলায় প্রচুর মেশিনারিজ সামগ্রী বিক্রি হয়েছে। এতে ক্রেতারা সহজেই অধিক পণ্য উৎপাদন করতে পারবে। তাছাড়া মেলায় প্লাস্টিক পণ্যের অর্ডার ছিলো চোখে পড়ার মতো। দেশ এবং দেশের বাহিরে থেকে বেশ অর্ডার এসেছে।

বিপিজিএমইএর তথ্য বলছে, বর্তমানে দেশে ছোট-বড় মিলিয়ে পাঁচ হাজার কারখানায় প্রায় ১৫ ক্যাটাগরিতে পণ্য উৎপাদন হয়। এর মধ্যে পোশাক খাতের জন্য পলিব্যাগ, হ্যাঙ্গার, প্লাস্টিক ক্লিপ, বোতাম, খেলনা সামগ্রীর মধ্যে পুতুল, বল, ঘরে ব্যবহার্য চেয়ার, টেবিল, ডাইনিং টেবিল, বিভিন্ন ধরনের রেক, ঝুড়ি, বাথটাব, জগ, মগ, অফিসে ব্যবহার্য পেপারওয়েট, স্কেল, টেবিল, বলপেন, ফাইল কভার অন্যতম।

শেয়ার