Top

টি-টোয়েন্টি ম্যাচে রানের প্রত্যাশা বাংলাদেশ কোচের

০৮ মার্চ, ২০২৩ ৪:৪৮ অপরাহ্ণ
টি-টোয়েন্টি ম্যাচে রানের প্রত্যাশা বাংলাদেশ কোচের
স্পোর্টস ডেস্ক :

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম যেমন মন্থর গতিতে রান ওঠার জন্য পরিচিত, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম তার বিপরীত। গেলবছরের শেষেই ভারত এই মাঠে ওয়ানডেতে করেছিল ৪০৯ রান, ডাবল সেঞ্চুরি করেছিলেন ইশান কিশান। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে অবশ্য দুই দল তেমন রান করতে পারেনি।

একই উইকেটে আগামীকাল মাঠে গড়াবে দুই দলের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি। সেই ম্যাচের আগে আজ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আসা বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহের কাছে প্রথম ম্যাচের উইকেট নিয়ে জানতে চাওয়া প্রশ্নে তিনি বলেন, টি-টোয়েন্টি রানের খেলা। সেখানে সবাই রানই দেখতে চায়। তবে যেহেতু ৩য় ওয়ানডের উইকেটেই খেলা হবে সেহেতু খুব বেশি রান প্রসবা ম্যাচ হবার সুযোগ নেই।

তিনি বলেন, আমরা সবাই রান চাই। তাই না? এটাই বিনোদন। রানের জন্যই মানুষ খেলা দেখতে আসে। বোলাররা ভালো করলে অন্য হিসেব। তবে মানুষ রান দেখতেই আসে। ২০তম ওভারে ম্যাচ শেষ হতে দেখতে চায়। এমনকি টিভি ভিউয়ার, স্পন্সররাও এটাই চাই। আমরা সেটাই চাই।

তিনি আরও বলেন, আমার মনে হয় তৃতীয় ওয়ানডের পিচের মতোই উইকেট থাকবে। এত দ্রুত বদলে ফেলা যায় না।

দলের শক্তিমত্তা নিয়ে বাংলাদেশ কোচ বলেন, আমার কাছে কোনো লুকোচুরি নেই। আমি জানি, আমরা কী করতে পারি। আমি ক্রিকেটারদের কাছ থেকে সেটাই আশা করি, তারা দলে যেজন্য নির্বাচিত হয়েছে, আন্তর্জাতিক মঞ্চে বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে সেটাই যেন দেখায়। তাদেরকেই বুঝতে হবে কীভাবে তারা সেটা দেখাবে।

আমাদের কন্ডিশনে তারা (ইংল্যান্ড) আমাদের চেয়ে ভালো নাকি আমরা তাদের চেয়ে ভালো। এটা আমাদের জন্য দারুণ সুযোগ, টি-টোয়েন্টি ক্রিকেটের আমাদের স্কিল এই মুহুর্তে কোন পর্যায়ে আছে দেখার জন্য। 

আগামীকাল বিকেল ৩টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ইংল্যান্ড। টি-টোয়েন্টিতে এর আগে মাত্র একবার মুখোমুখি হয়েছিল দুই দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেই ম্যাচে বাংলাদেশ হেরেছিল ৮ উইকেটে।

বিপি/আজাদ

শেয়ার