Top

ইংল্যান্ডের ব্যাটিং বিপর্যয়

১৪ ফেব্রুয়ারি, ২০২১ ২:৩০ অপরাহ্ণ
ইংল্যান্ডের ব্যাটিং বিপর্যয়
স্পোর্টস ডেস্ক : :

৬ উইকেটে ৩০০ রান নিয়ে প্রথম দিন শেষ করার পর ভারতের ইনিংস কতদুর যেতে পারে, সে অপেক্ষায় ছিল সবাই। কারণ, উইকেটে রিশাভ পান্ত। শেষ পর্যন্ত তিনি নিজে অপরাজিত থেকে গেছেন। ৫৮ রান নিয়ে অপরাজিত থাকেন রিশাভ পান্ত; কিন্তু অন্যপ্রান্তে একের পর এক উইকেট পড়েছে।

শেষ পর্যন্ত মাত্র ২৯ রান যোগ করেই অলআউট হয়ে গেছে ভারত। অক্ষর প্যাটেল ৫ রানে এবং মোহাম্মদ সিরাজ আউট হন ৪ রানে। ইশান্ত শর্মা এবং কুলদীপ যাদব আউট হন কোনো রান না করেই।

আগেরদিন টস জিতে ব্যাট করতে নেমে রোহিত শর্মার ১৬১ রানের বিশাল ইনিংসের ওপর ভর করে ৬ উইকেট হারিয়ে ৩০০ রানে প্রথম দিন শেষ করে ভারত। ৬৭ রান করেন আজিঙ্কা রাহানে।

ইংল্যান্ডের হয়ে ৪ উইকেট নেন মঈন আলি। ৩ উইকেট নেন ওলি স্টোন, ২ উইকেট নেন জ্যাক লিচ এবং ১ উইকেট নেন জো রুট।

জবাব দিতে নেমে মহা বিপদে পড়েছে ইংল্যান্ডও। যে দলটি প্রথম টেস্টে দুর্দান্ত ব্যাট করেছিল, তারাই কি না ৫২ রান তুলতেই হারিয়ে ফেলেছে ৫টি উইকেট। ওপেনার ররি বার্নস আউট হন শূন্য রানে। ১৬ রান করেন ডোম সিবলি। ৯ রান করে আউট হন ড্যান লরেন্স। অধিনায়ক জো রুট করেন কেবল ৬ রান। বেন স্টোকস আউট হয়েছেন ১৮ রান করে।

এ রিপোর্ট লেখার সময় ইংল্যান্ডের রান ৬ উইকেট হারিয়ে ১০৩। ১৮ রান নিয়ে ব্যাট করছেন ওলি পোপ এবং ৯ রান নিয়ে ব্যাট করছেন বেন ফোকস।

শেয়ার