ফরিদপুরের চরভদ্রাসনে উপজেলা প্রশাসনের আয়োজনে ১৭মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩তম জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৩ উদ্যাপন করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার সকাল সারে ৭টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন, এমপির প্রতিনিধি দল, চরভদ্রাসন থানা,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড,উপজেলা স্বাস্থ্য বিভাগ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,উপজেলা আওয়ামীলীগ ও নানা শ্রেনী পেশার মানুষ।পরে উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা এর নেতৃত্বে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের অংশগ্রহণে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে হতে বর্ণ্যাঢ্য আনন্দ র্যালী বের করা হয়।
র্যালিটি প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিন শেষে পরিষদ চত্বরে এসে শেষ হয়।র্যালি শেষে পরিষদ চত্বরে শিশু সমাবেশ,জাতীয় পতাকা উত্তোলন,কোমলমতি শিক্ষার্থীদের অংশগ্রহনে কেক কাটা,আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা’র সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) খাইরুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম,থানা অফিসার ইনচার্জ মো.সেলিম রেজা,উপজেলা স্বাস্থ্য প:প: কর্মকর্তা ডা.হাফিজুর রহমান, মুক্তিযোদ্ধা গন, ইউপি চেয়ারম্যান গন, ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।সভা শেষে চিত্রাংকন ও কবিতা আবৃতি প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়।