Top

ফরিদপুরে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারের উদ্ধোধন

১৮ মার্চ, ২০২৩ ৪:৩৮ অপরাহ্ণ
ফরিদপুরে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারের উদ্ধোধন
ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ শিক্ষক পরিষদের উদ্যোগে সরকারি রাজেন্দ্র কলেজ ক্যাম্পাসে ব্ঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শনিবার ( ১৮ই মার্চ অধ্যক্ষ প্রফেসর অসীম কুমার সাহা’র সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর মহাপরিচালক প্রফেসর মোহাম্মদ নেহাল আহমেদ।

অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন সরকারি রাজেন্দ্র কলেজের উপাধ্যক্ষ প্রফেসর এস এম আব্দুল হালিম, সম্পাদক শিক্ষক পরিষদ, সরকারি রাজেন্দ্র কলেজ, প্রফেসর মোহাম্মদ শহিদুল ইসলাম,ফরিদপুর জেলা ছাএলীগের সভাপতি তানজিমুল রশীদ রিয়ান প্রমুখ।
এ সময় সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষক-শিক্ষিকা ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

আয়োজিত আলোচনা সভায় বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক ও কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। এছাড়া বক্তারা শিক্ষাক্ষেএে বর্তমান সরকারের যুগান্তকারী পদক্ষেপ নেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ার