কুড়িগ্রামের ভূরুঙ্গামারী- সোনাহাট স্থলবন্দর সড়কের লক্ষিমোড় এলাকায় দিন-দুপুরে ফিল্মী কায়দায় বিকাশ কর্মীর ১৫ লাখ টাকা ছিনতাই হয়েছে। পরে ৭লাখ ৬০ হাজার টাকাসহ দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
রোববার (১৯ মার্চ) বিকেলের দিকে তাদের আটক করে পুলিশ।
এর আগে একই দিন রোববার সকাল সাড়ে ১১ দিকে নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলার বিকাশ এজেন্ট মেসার্স জনতা ট্রেডার্স এর কর্মী শ্রী শুভ কুমার রায় ও বিদ্যুৎ চন্দ্র বর্মণ ভূরুঙ্গামারী থেকে ১৫ লাখ টাকা নিয়ে কচাকাটা রোডে রওয়ানা দেন। তারা ভূরুঙ্গামারী – সোনাহাট স্থলবন্দর সড়কের লক্ষিমোড় পৌঁছলে পিছন দিক থেকে তিন ছিনতাইকারী একটি মটরসাইকেল যোগে এসে তাদের মটর সাইকেলকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং টাকার ব্যাগ নিয়ে কচাকাটা সড়কে পালিয়ে যায়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন পেয়ে কচাকাটা থানা পুলিশ ও ভূরুঙ্গামারী থানা পুলিশ অভিযানে নামেন।
বিকালে স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় কচাকাটা থানার বলদিয়া ইউনিয়নের ছনবান্দা এলাকা থেকে দুই ছিনতাইকারীকে আটক করে। আটকরা হলো নাগেশ্বরীর বোয়ালের ডারা এলাকার আজিজুল হকের ছেলে খাদেমুল ইসলাম ও মন্ত্রীটারী দীঘিরপাড় এলাকার শশিমোহন বর্মণের ছেলে প্রসেন্জিত।
এসময় ছিনতাইকারীদের সহযোগীতা করার সন্দেহে মোন্নাফ নামের আরো একজনকে আটক করা হয়। আটকদের কাছ থেকে ছিনতাই হওয়া ৭ লাখ ৬০ হাজার টাকা,ছিনতাই কাজে ব্যবহৃত একটি মটরসাইকেল উদ্ধার করা হয়। অপর ছিনতাইকারী পলাতক রয়েছে।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা জানান, খবর পাওয়ার সাথে সাথে কচাকাটা থানা ও ভূরুঙ্গামারী থানার পুলিশ সাঁড়াশি অভিযান পরিচালনা করে। স্থানীয় জনপ্রতিনিধি, সচেতন মানুষের সহযোগিতায় দুই ছিনতায়ে অংশ নেয়া তিনজনের মধ্যে দু্জনকে ছিনতাই হওয়া টাকার আংশিকসহ আটক করা হয়েছে। অপর ছিনতাইকারী এবং বাকী টাকা উদ্ধারে চেষ্টা চলছে।