Top

বি. বাড়িয়া জেলা বিএনপির সম্পাদক প্রার্থী নূরে আলমের সমর্থনে সভা

১২ জানুয়ারি, ২০২৫ ১:০৯ অপরাহ্ণ
বি. বাড়িয়া জেলা বিএনপির সম্পাদক প্রার্থী নূরে আলমের সমর্থনে সভা
মোঃ জুয়েল মিয়া, ব্রাহ্মণবাড়িয়া :

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে নাটাই দক্ষিণ ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে একটি প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ জানুয়ারি) বিকাল ৪টায় (১১ জানুয়ারি) সদর উপজেলার নরসিংসার বোর্ড বাজারে অনুষ্ঠিত সভা সন্ধ্যা ছয়টার পর পর্যন্ত চলে।

সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাবেক সদস্য এডভোকেট বশির আহম্মেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও নবগঠিত জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব নূরে আলম সিদ্দিকী।

বিএনপির অঙ্গ সংগঠনসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীদের উপস্থিতিতে সভাটি প্রাণবন্ত হয়ে ওঠে। কয়েক হাজার নেতাকর্মীর উপস্থিতি এই মতবিনিময় সভাকে পরিণত করে একটি বৃহৎ মিলনমেলায়। সভায় বক্তারা আলহাজ্ব নূরে আলম সিদ্দিকীর সততা, নিষ্ঠা এবং কর্মদক্ষতার ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপিকে সুসংগঠিত করতে এবং বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আলহাজ্ব নূরে আলম সিদ্দিকীর বিকল্প নেই। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, আসন্ন সম্মেলনে সাধারণ সম্পাদক পদে নূরে আলম সিদ্দিকীর বিজয় নিশ্চিত করতে সকলে একযোগে কাজ করবেন।

প্রধান অতিথি আলহাজ্ব নূরে আলম সিদ্দিকী বলেন, “রাজনীতি করি জনসেবার জন্য। জীবনের শেষ দিন পর্যন্ত আমি মানুষের সেবায় কাজ করতে চাই। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপিকে শক্তিশালী ও সুসংগঠিত করার মাধ্যমে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনসেবার নতুন দিগন্ত উন্মোচন করাই আমার লক্ষ্য। আপনাদের ভালোবাসা ও সমর্থন নিয়ে আমরা সম্মিলিতভাবে এগিয়ে যাব।”

নূরে আলম সিদ্দিকী আরও বলেন, দলীয় ঐক্যই বিএনপির শক্তি। তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখে তিনি জেলা বিএনপিকে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে চান।

সভায় নেতাকর্মীরা একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। আসন্ন সম্মেলনে নূরে আলম সিদ্দিকীর নেতৃত্বে একটি সংগঠিত ও কার্যকর জেলা বিএনপি গঠনের প্রত্যাশায় সভার কার্যক্রম শেষ হয়।

বিএইচ

শেয়ার