Top
সর্বশেষ

প্রশাসনের পরিদর্শনের পর ফের ফুটপাত দখল, যানজটে অতিষ্ঠ আখাউড়াবাসী

১২ জানুয়ারি, ২০২৫ ২:০৭ অপরাহ্ণ
প্রশাসনের পরিদর্শনের পর ফের ফুটপাত দখল, যানজটে অতিষ্ঠ আখাউড়াবাসী
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার ব্যস্ততম সড়ক বাজারের ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের পরিদর্শনের পর ফের ফুটপাত দখল করে দোকান বসেছে।

রোববার দুপুরে (১২জানুয়ারি) সরেজমিনে দেখা যায়, আখাউড়া পৌরসভার সড়ক বাজার এলাকায় জনসাধারণের চলাচলের ফুটপাত দখল করে ফের শতাধিক ফল, সবজি, ডিম ইত্যাদির দোকান খুলে বসেছেন ব্যবসায়ীরা।

এছাড়া কিছু স্থায়ী দোকানদাররা তাদের দোকানের সামনের চলাচলের রাস্তা দখল করে মালামাল রেখে ব্যবসা করছেন। বেআইনিভাবে রাস্তার ওপর যত্রতত্র গড়ে উঠেছে সিএনজি ও অটোরিকশার স্ট্যান্ড। সড়কের ওপর যেখানে সেখানে গাড়ি পার্কিং এবং যানবাহনে যাত্রী উঠানোর কারনে যানজট বাড়ছে। যানজটের কবলে পড়ে অসংখ্য ট্রেন যাত্রী ভোগান্তিতে পড়ে এবং ট্রেন মিস করার ঘটনা অহরহ ঘটছে। এনিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় সচেতন মহল, সুশীল সমাজ, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ ফুটপাত দখলমুক্ত করতে এবং যানজট নিরসনের জন্য প্রশাসনকে আহ্বান জানাচ্ছেন।

এর আগে শনিবার (১১ জানুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে থানার অফিসার ইনচার্জসহ পুলিশ প্রশাসন সরেজমিনে পরিদর্শনে এসে ফুটপাত দখলকারী ব্যবসায়ী, যানবাহন চালকসহ সংশ্লিষ্ট সকলকে সতর্ক করেন।

গত ৯ জানুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহীর কাছে সম্মিলিত সামরিক বাহিনী কল্যাণ সংস্থার সভাপতি সার্জেন্ট অবঃ তপছির আলম নাগরিক জনতার পক্ষে আখাউড়া সড়ক বাজারের রাস্তা ঘাট ফুটপাত ব্যবসায়ী ও বিভিন্ন যানবাহন থেকে দখল মুক্ত করে জনগণকে উম্মোক্ত পরিবেশে চলাচল করার লিখিত আবেদন জানান। তিনি উল্লেখ করেন, আখাউড়া সড়ক বাজার আদর আলী কমপ্লেক্স থেকে পশ্চিম দিকে পোষ্ট অফিসের সামনে হয়ে উত্তর দিকে পৌরসভা সংলগ্ন ইসলামী ব্যাংক লিঃ পর্যন্ত এবং পশ্চিম দিকে খাদেম ফার্মেসীর সামনে থেকে সিঙ্গাপুর মার্কেট পর্যন্ত রাস্তার দুই পাশের যায়গা দখল করে ফুটপাত ব্যবসায়ীরা অন্যায় ভাবে সড়কের ওপর অবাধে ব্যবসা করছে। বিভিন্ন যানবাহন রাস্তার মধ্যে দীর্ঘ সময় অবস্থান করে জনগনের রাস্তা চলাচলের মারাত্বক ভোগান্তি ও বিভ্রান্তি সৃষ্টি করে। এতে যেমন পরিবেশ নষ্ট হয় তেমনি জনগনের চলাচলে মারাত্বক ব্যাঘাত সৃষ্টি হয়ে পড়ে।ফুটপাত দখল দারী ব্যবসায়ীদের কিংবা বিভিন্ন যানবাহন চালকদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা সাধারন জনগনের সাথে কোন সদুত্তর না দিয়ে মারাত্বক ক্ষিপ্ত ও মারমুখি হয়ে উল্টো আপত্তি জনক আচরন করে থাকে। এতে তাদের সাথে কোন তীব্র প্রতিবাদ করলে ফুটপাত দখলদারী ব্যবসায়ীদের কিংবা বিভিন্ন যানবাহন চালকদের সাথে মারামারি কিংবা দাঙ্গা হাঙ্গামা সহ রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে।

পরিদর্শন শেষে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহী প্রতিবেদককে বলেন, ‘আখাউড়া উপজেলার যানজট নিরসন একইসাথে অবৈধ অবৈধ যেসমস্ত ফল দোকান থেকে শুরু করে অন্যান্য ব্যবসায়ীরা আছেন যারা সড়ক দখল করে মূলত ব্যবসা বাণিজ্য করছে, যেটার সুযোগ নেই সেটার সম্পর্কে আজকে শুধুমাত্র আমরা সতর্ক করে একটা অভিযান করেছি।ভবিষ্যতে যদি তারা এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখে তাহলে ওসি মহোদয় সহ আমরা জরিমানার দিকে যাব। নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।’

আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ ছমিউদ্দিন বলেন, ‘আখাউড়া উপজেলায় এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক। অবৈধ যেসব স্থাপনা ও দোকান আছে সেগুলো উচ্ছেদে কাজ করছি। আমাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’

সম্মিলিত সামরিক বাহিনী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক সার্জেন্ট সপন বলেন, ফুটপাত দখলকারীদের উচ্ছেদ অভিযানের জন্য আমরা এগিয়ে এসেছি যাতে আখাউড়ার জনগণ নির্বিঘ্নে চলাচল করতে পারে।

এসময় সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ সহ সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।

বিএইচ

শেয়ার