Top

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রি ছানি অপারেশন

২০ মার্চ, ২০২৩ ৪:২২ অপরাহ্ণ
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রি ছানি অপারেশন
ঠাকুরগাঁও প্রতিনিধি :

বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁও ডায়াবেটিক হাসপাতাল ও স্বাস্থসেবা কেন্দ্রে গত ২০ মার্চ সোমবার দিনব্যাপী ফ্রি ছানি শনাক্তকরণ ও অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

ঠাকুরগাঁও ডায়াবেটিক কমিটির সভাপতি অধ্যক্ষ রাজিউর রহমান জানান, সকাল থেকে ৮৬ জনের ছানি পরীক্ষা করা হয়েছে। তন্মধ্যে ৪২ জনের চোখে ছানি শনাক্ত হয়েছে। ঠাকুরগাঁও ডায়াবেটিক হাসপাতাল ও স্বাস্থসেবা কেন্দ্রের চক্ষু চিকিৎসক রাকিবুল ইসলাম ছানি শনাক্ত করেন। আগামী শুক্রবার চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন
আব্দুর রউফ এই রোগীদের ছানি অপারেশন করবেন বলে জানান সমিতির সভাপতি।

সকালে ছানি শনাক্তকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও ডায়াবেটিক সমিতির অন্যতম সদস্য জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহ. সাদেক কুরাইশি, সমিতির সভাপতি অধ্যক্ষ রাজিউর রহমান, সাধারণ সম্পাদক এড. তোজাম্মেল হক মঞ্জু, সদস্য মো. আব্দুল লতিফ, আব্দুস সঊদ, তসকিন আহমেদ চৌধুরী প্রমুখ।

শেয়ার