Top

নীলফামারীতে ৪৮০টি পরিবার পাচ্ছে মুজিববর্ষের উপহার

২১ মার্চ, ২০২৩ ২:৪০ অপরাহ্ণ
নীলফামারীতে ৪৮০টি পরিবার পাচ্ছে মুজিববর্ষের উপহার
নুর আলম বাবু, নীলফামারী :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল বুধবার সারাদেশের ন্যায় নীলফামারীতেও ভূমি ও গৃহহীন পরিবারকে গৃহ হস্তান্তর করবেন।

সারাদেশের সাথে নীলফামারী সদর ও কিশোরগঞ্জ উপজেলাকে ভূমি ও গৃহহীনমুক্ত ঘোষণা করবেন জননেত্রী শেখ হাসিনা। ইতোপূর্বে ডিমলা উপজেলাকেও ভূমি ও গৃহহীনমুক্ত ঘোষণা করেছেন প্রধানমস্ত্রী। এ নিয়ে নীলফামারী জেলার ছয় উপজেলার তিন উপজেলা ভূমি ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হবে।

মঙ্গলবার প্রশাসনের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। জেলার ছয় উপজেলায় ১৩ কোটি ৭০ লক্ষ ৪০হাজার টাকা ব্যায়ে চারশ’৮০টি গৃহ নির্মাণ করা হয়েছে। যা আগামীকাল প্রধানমন্ত্রী ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে এসব গৃহ ভার্চুয়ালী হস্তান্তর করবেন। এ সময় জেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তা ও ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মীগণ উপস্থিত ছিলেন।

শেয়ার