মহান স্বাধীনতা দিবসের কটূক্তি, হলুদ সাংবাদিকতা ও child exploitation এর অপরাধে- মতিউর রহমানকে গ্রেপ্তার ও প্রথম আলোর নিবন্ধন বাতিলের দাবিতে কুড়িগ্রামের চিলমারীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে চিলমারী সরকারি কলেজের সচেতন শিক্ষার্থীদের আয়োজনে কলেজ মাঠে ঘণ্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, একটি শিশুকে দিয়ে মহান স্বাধীনতা দিবসের দিনে যে সংবাদ প্রচারণা করেছে তা একটি গভীর চক্রান্ত। আমরা অবিলম্বে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানকে গ্রেফতার ও প্রথম আলো পত্রিকার নিবন্ধন বাতিলের জোর দাবি জানাচ্ছি। তা না হলে আমরা কঠোরতম কঠোর আন্দোলনে যাবো।
এসময় উপস্থিত ছিলেন কলেজের শিক্ষার্থীরা।