উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে দেশ,জননেত্রী শেখ হাসিনার সরকারের হাত ধরে জননেতা শিবলী সাদিক এমপির নেতৃত্বে দিনাজপুরের বিরামপুর উপজেলার ৪নং দিওড় ইউনিয়নের কুচিয়ামোড় গ্রামে বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কারনে সৃষ্ট জনদুর্ভোগ নিরসনে পানি নিষ্কাশনের জন্য নির্মাণাধীন ড্রেনের চলমান কাজের অগ্রগতি পরিদর্শন করেন মানবতার ফেরিওয়ালা ৪নং দিওড় ইউনিয়নের ডিজিটাল রূপকার মোঃ আব্দুল মালেক মন্ডল।
বৃহস্পতিবার জোহরের নামাজ শেষে তিনি ঐ গ্রামের মানুষের দুর্ভোগের কারণ নিজের চোখে দেখেন এবং কাজের অগ্রগতি বিষয়ে খোঁজ খবর নেন। গ্রামবাসীর উদ্দেশ্যে চেয়ারম্যান জানান, জনগনের হাসিমূখ দেখলেই আমি আনন্দ পাই। আমি আমার মৃত্যু হওয়া পর্যন্ত জনগণের পাশে থেকে জনগণের উন্নয়নে অংশীদার হতে চাই। আমার ইউনিয়ন বাসী, কার কি কষ্ট, কোন এলাকায় কি সমস্যা আছে আমাকে জানান। এই আব্দুল মালেক মন্ডল আপনাদের পাশে আছে, থাকবে। কুচিয়ামোড় গ্রামের আলীমের বাড়ী হতে বাবুলের বাড়ী পর্যন্ত ৩শ ফিট ড্রেন নির্মাণ হচ্ছে।
এই ড্রেন নির্মাণ সম্পন্ন হলে গ্রামের প্রায় সব মানুষের সীমাহীন উপকার হবে। এ সময় উপস্থিত ছিলেন – ইউপি সদস্য মোঃ মোক্তার হোসেন, মোঃ আজগর আলী (১), মোঃ আজগর আলী (২), মোঃ রবিউল ইসলাম, সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ ফেন্সিয়ারা বেগম,মোছাঃ আরিফুন্নাহ বেগমসহ গ্রামবাসী উপস্থিত ছিলেন।