Top

দশ হাজার মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরন শুরু

০৮ এপ্রিল, ২০২৩ ৪:৪৭ অপরাহ্ণ
দশ হাজার মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরন শুরু
ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুরে হামিম গ্রুপের কর্ণধার ও এফবিসিসিআই এর সাবেক সভাপতি একে আজাদের পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে ফরিদপুর পৌরসভা ও ১২টি ইউনিয়নের ১০ হাজার মানুষের মাঝে দেশরত্ন শেখ হাসিনার ঈদ উপহার সামগ্রী বিতরণ শুরু হয়েছে।

শনিবার ফরিদপুরের সদর উপজেলার মাচ্চর ইউনিয়ন পরিষদে এর উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য বিপুল ঘোষ। মাচ্চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ মুন্সির সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হামীম গ্রুপের কর্ণধার, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও জেলা আঃলীগের উপদেষ্টা একে আজাদ, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, ফরিদপুর শহর আওয়ামী লীগের আহবায়ক মনিরুল ইসলাম মিঠু ,ফরিদপুর জেলা শ্রমিক লীগের সভাপতি আক্কাস হোসেন, এড. বদিউজ্জামান বাবুল, রাজেন্দ্র কলেজের সাবেক ক্রীড়া সম্পাদক মো বোরহান উদ্দিন বিটু, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শোয়েব, পৌর আ:লীগের. যুগ্ন আহবায়ক মো মনিরুজ্জামান মনির, জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক রাহাত খান, জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ রিয়ান প্রমুখ।

এসময় ঈদ সামগ্রী হিসেবে প্রতিটি পরিবারকে পোলাও চাল,ডাল, সেমাই, দুধ, মশলা, তেল ও চিনি তুলে দেয়া হয় ।

শেয়ার