Top

নির্বাচনে যেকোন চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা প্রস্তুত

১৩ এপ্রিল, ২০২৩ ৩:১৮ অপরাহ্ণ
নির্বাচনে যেকোন চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা প্রস্তুত
রংপুর প্রতিনিধি :

পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, নির্বাচনী দ্বায়িত্ব পালনের জন্য আমাদের প্রশিক্ষণ, ইকুইপমেন্ট, লজিস্টিক, জনবল এবং অভিজ্ঞতা আছে,তাই নির্বাচনে যেকোন চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা প্রস্তুত। বঙ্গবাজারসহ বিভিন্নস্থানে আগুনের ঘটনার সাথে নাশকতার বিষয়ে কোন তথ্য এখন পর্যন্ত পাওযা যায় নি।তবে বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি।

বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ লাইন্সের মাল্টিপারপাস হলরুম (কল্যাণ ফান্ড) সেডের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। আইজিপি বলেন, জঙ্গি দমনে বাংলাদেশ পুলিশের ভুমিকা সব সময় প্রশংসনীয়। আমরা জঙ্গি নিয়ন্ত্রণে আনতে পেরেছি। তারপরও পুলিশ আত্মতুষ্টিতে নেই। পুলিশ সব সময় সজাগ রয়েছে এ ব্যাপারে। মঙ্গলশোভাযাত্রা হবে। এ নিয়ে কোন থ্রেট নেই, আমরা সকল বিষয় গুরুত্ব সহকারে দেখি। আমাদের গোয়েন্দা নজরদারী বাড়ানো হয়েছে।

বঙ্গবাজারসহ দেশের বিভিন্ন প্রান্তে আগুনের ঘটনা আইজিপি বলেন, এখনও আমরা নিশ্চিত নই যে এগুলো জঙ্গি কিংবা অন্যকোন কারনে হয়েছে। বিষয়গুলো গুরুত্বপূর্ণভাবে খতিয়ে দেখা হচ্ছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন সবসময় জিরো টলারেন্স। সকল বাহিনী মাদক নির্মুলে কাজ করছেন। আমরা একটা মাদকমুক্ত সমাজ চাই। এ ক্ষেত্রে প্রতিটি পরিবারের অভিভাবকদের সচেতন হতে হবে। ছেলে মেয়ে কোথায় যাচ্ছে, কখন ঘরে ফিরছেন, কার সাথে মিশছেন, এই বিষয়গুলো দেখা দরকার।

এ সময় তার সাথে ছিলেন বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি আব্দুল আলীম মাহমুদ রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার নুরে আলম মিনা, পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরীসহ পুলিশের উর্ধ্বতন কর্মকতাবৃন্দ। এর আগে তিনি রংপুর জেলা পুলিশের অফিসার্স মেস, পুলিশ ট্রেনিং সেন্টারের প্রশাসনিক ভবন উদ্বোধন করার পাশাপাশি মাছের পোনা অবমুক্ত এবং বৃক্ষরোপণ করেন। পরে তিনি রংপুরের বিভিন্ন ফোর্সের কল্যান সভা এবং অফিসারদের সাথে মতবিনিময় সভা করেন।

সকালে তিনি একদিনের সফরে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বিমান যোগে ঢাকা থেকে সৈয়দপুর আসেন। পরে সড়ক পথে রংপুরে পৌছে পুলিশের বিভিন্ন অনুষ্ঠানে যোগদেন। উল্লেখ্য রংপুর পুলিশ লাইন্স মাল্টিপারপাস হলরুম কল্যাণ ফান্ড নির্মাণে মোট ব্যয় হয়েছে দুই কোটি চৌত্রিশ লক্ষ তেত্রিশ হাজার সাতশত পচাত্তর টাকা। ১৯ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে ১০ তলা বিশিষ্ট ট্রেনিং সেন্টার ও ১৯ কোটি ৫ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে ৬ তলা বিশিষ্ট পুলিশ অফিসার্স মেস।

শেয়ার