Top

রাণীশংকৈলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

১৮ এপ্রিল, ২০২৩ ৪:৪০ অপরাহ্ণ
রাণীশংকৈলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
ঠাকুরগাঁও প্রতিনিধি: :

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈলে পুকুরের পানিতে ডুবে হাফেজিয়া মাদ্রাসার দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার ছোট নুনতোর গ্রামের মকবুল হোসেনের বড় ছেলে মো. সিয়াম (১০) একই গ্রামের  মুক্তার হোসেনের ছেলে আল আমিন (১২) পা‌নিতে ডুবে মারা গেছে। তারা দুজনেই প্রতিবেশী।

ধর্মগড় ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান বকুল এসব তথ্য নিশ্চিত করেন। নিহত সিয়ামের বাবা মকবুল হোসেন জানান, পুকুরে পাশে খেলা করার সময় একজনের জুতা পানিতে পড়ে গেলে জুতাটি তুলতে গেলে একজন গভীর পানিতে তলিয়ে যায়। অপরজন গামছার সাহায্যে বন্ধুকে পানি থেকে তুলে আনার চেষ্টা করে কিন্তু সেও পানিতে পড়ে তলিয়ে যায়। পরে স্থানীয়রা টের পেয়ে পুকুরে নেমে তাদের খোঁজাখুঁজি করে। স্থানীয় ও ফায়ার সার্ভিসের লোকজনের চেষ্টায় দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

রানীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) গুলফামুল ইসলাম মণ্ডল পানিতে ডুবে দুই মাদ্রাসা ছাত্রের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আমরা খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তবে এখনো কোন লিখিত অভিযোগ পাইনি।

শেয়ার