Top
সর্বশেষ

১৫০০ পিস ইয়াবাসহ আ’লীগ নেতা গ্রেপ্তার 

১০ মে, ২০২৩ ৩:১২ অপরাহ্ণ
১৫০০ পিস ইয়াবাসহ আ’লীগ নেতা গ্রেপ্তার 
ঠাকুরগাঁও প্রতিনিধি: :

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আল মনসুর (৪৪) কে ১৫০০ পিস ইয়াবাসহ আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। 

গত মঙ্গলবার বিকাল ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভানোর কাচকালি বাজারে ওই নেতার কীটনাশকের দোকানে অভিযান পরিচালনা করে ইয়াবা সহ তাকে আটক করা হয়।  আল মনসুর উপজেলার দুওসুও ইউনিয়নের মাস্টারপাড়া গ্রামের মো. শফিউল ইসলাম ওরফে গোলাম রব্বানীর ছেলে।  ইয়াবাসহ আল মনসুরকে আটকের বিষয়টি গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সৌমিক রায়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. ফরহাদ আকন্দ জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে ভানোর কাচকালি বাজারে আল মনসুরের দোকানে অভিযান পরিচালনা করি। এসময় আল মনসুরের কাছ থেকে ১৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় ও তাকে আটক করা হয়েছে। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার নামে মামলা প্রক্রিয়াধীন আছে।

বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের ২৭ সদস্যের কমিটিতে আল মনসুর সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন বলে নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. মাজহারুল ইসলাম সুজন। অধ্যক্ষ মো. মাজহারুল ইসলাম সুজন বলেন, ‘প্রায় এক বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক)কে আল মসুরের মাদক সেবন ও বিক্রয়ের ভিডিও ভাইরাল হয়েছিল। আমি তখনি আ’লীগের মিটিংএ তাকে বহিষ্কার করার জন্য জেলার নেতাদের বলেছিলাম। কিন্তু তারা তাকে ক বহিষ্কার করেনি। কের বহিষ্কার করেনি তা আমার জানা নেই। এই ধরনের দু’একজন লোকের জন্য দলের সুনাম নষ্ট হচ্ছে। আশা করি এবার এবিষয়ে জেলা কমিটি দ্রুত সিদ্ধান্ত গ্রহণের মধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায় বলেন, ‘ঘটনা সত্য হলে তাকে দল থেকে চিরতরে বহিষ্কার করা হবে। সে দলের একজন সাধারণ সদস্য হয়েও থাকতে পারবে না। এ বিষয়ে বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী বলেন, বিষয়টি আমি শুনিনি। তবে ঘটনা সত্য হলে আমরা তার বিরুদ্ধে সাংগঠনিক ভাবে ব্যবস্থা নিবো।

শেয়ার