বাগেরহাটে তিন দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিডিআর বিদ্রোহের ঘটনায় চাকরিচ্যুত সদস্য ও তাদের স্বজনরা।
রোববার (১২ জানুয়ারি) বেলা ১১ টায় বাগেরহাট প্রেসক্লাবের সামনে বানববন্ধনে জেলায় চাকুরীচ্যুত ৯৫ জন বিডিআর সদস্য ও তাদের স্বজনরা অংশ নেন।
এতে বক্তব্য দেন, বিডিআর কল্যান পরিষদ বাগেরহাট জেলা শাখার সভাপতি হাবিলদার জিল্লুর রহমান, চাকরিচ্যুত বিডিআর সদস্য আছাদুজ্জামান ইমরান, হাবিলদার মোঃ রিয়াজুল ইসলাম, বিডিআর সদস্য ডিএডি হাবিবুর রহমানের স্ত্রী আমেনা রহমান প্রমুখ।
মানববন্ধনকারীদের দাবিগুলো হচ্ছে, ফ্যাসিস্ট হাসিনার ষড়যন্ত্রের স্বীকার পিলখানাসহ সারাদেশে চাকরিচ্যুত সকল বিডিআর সদস্যদের চাকরি পুন:বহাল করতে হবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। দীর্ঘ ১৬ বছর জেলবন্দি নির্দোষ বিডিআর সদস্যদের জেল থেকে মুক্তি দিতে হবে। স্বাধীন তদন্ত কমিশনের মাধ্যমে পিলখানা হত্যাকান্ডের প্রকৃত সত্য উদঘাটন ও অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে।
জেল খানায় মৃত্যুবরণকারী বিডিআর সদস্য ডিএডি হাবিবুর রহমানের স্ত্রী আমেনা রহমান বলেন, আমার স্বামী ডিএডি হাবিবুর রহমানের চাকরি ছিল মাত্র ১৮ দিন। সেই অবস্থায় তাকে ধরে জেলে দেওয়া হয়। ৫ বছর জেল খেটে সে মারা যায়। মূলত রিমান্ডে নিয়ে নির্যাতনের কারণেই সে মারা গেছে। সে মারা যাওয়ার পরে আমরা কোন সুযোগ সুবিধা পাইনি। আমার স্বামীর মৃত্যুর বিচার এবং নিয়ম অনুযায়ী সকল সরকারি সুযোগ সুবিধা চাই।
চাকরিচ্যুত বিডিআর সদস্য আছাদুজ্জামান ইমরান বলেন, আমরা নির্দোষ। আমরা কোন অপরাধ করিনি। এটা ছিল একটা ষড়যন্ত্র। চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পরিবারগুলো এখন মানবেতর জীবন যাপন করছে। অনেকে আদালতের মাধ্যমে জামিন পেলেও, কারাগার থেকে মুক্তি পায়নি। অতিস্বত্ত্বর জেলবন্দি বিডিআর সদস্যদের মুক্তি দেওয়ার জন্য অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসের হস্তক্ষেপ কামনা করেন। সেই সাথে যারা এই হত্যাকান্ডের নেপথ্যে ছিল তাদেরকেও বিচার আওতায় আনার দাবি জানান মানববন্ধনকারীরা।
ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্য সুমাইয়া আক্তার আশা বলেন, বিডিআর বিদ্রোহের সময় আমার বাবা চাকরিচ্যুত হয়। পরিবারের একমাত্র কর্মক্ষম সদস্য যদি চাকরিচ্যুত হয়ে জেলবন্দি থাকে তাহলে, ওই পরিবারটির কি অবস্থা হয়, তা ওই পরিবার ছাড়া কারও পক্ষে উপলব্ধি করা সম্ভব না। শিক্ষার্থীদের আন্দোলনের ফসল এই সরকারের আমরা ক্ষতিপূরণ চাই। সেই সাথে যেসব নিরপরাধ বিডিআর সদস্যদের এখনও আটকে রাখা হয়েছে তাদের মুক্তির দাবি জানাই।
মানববন্ধন শেষে চাকুরীচ্যুত বিডিআর সদস্য ও তাদের স্বজনরা বিক্ষোভ মিছিল করেন।
এম জি