পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে। এ উপলক্ষে রোববার (১২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহিদ মিনারের সামনে গিয়ে শেষ হয়। র্যালিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাসানসহ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী রয়েছে নানা আয়োজন করা হয়। বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষ থেকে আহত এবং শহীদদের জন্য দোয়া করা হয়। সেলিম আল দীন মুক্তমঞ্চে প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীদের স্মৃতিচারণ সভার আয়োজন করা হয়। এছাড়াও পুতুল নাচ ও কলতান বিদ্যানিকেতনের শিক্ষার্থীদের সাংস্কৃতি অনুষ্ঠানের পরিবেশন করা হয়। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে প্রীতি ফুটবল এবং নারী শিক্ষার্থীদের মধ্যে প্রীতি হ্যান্ডবল ম্যাচের আয়োজন করা হয়। সন্ধ্যা ৬.০০ টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র এবং শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈষম্যবিরোধী আন্দোলনের স্মৃতিচারণ করা হবে।
১৯৭০ সালের ২০ আগস্ট তৎকালীন সরকার এক অর্ডিন্যান্সের মাধ্যমে রাজধানী ঢাকার পূর্ব নাম জাহাঙ্গীরনগরের সঙ্গে মিলিয়ে ‘জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করে। এরপর ১৯৭১ সালের ১২ জানুয়ারি পূর্ব পাকিস্তানের গভর্নর রিয়ার অ্যাডমিরাল এসএম আহসান বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ১৯৭৩ সালে বিশ্ববিদ্যালয় অ্যাক্ট পাস হলে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়’ রাখা হয়।
প্রতিষ্ঠালগ্নে মাত্র ৪টি বিভাগ, ২১ জন শিক্ষক ও ১৫০ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে বিশ্ববিদ্যালয়টি। বর্তমানে ছয়টি অনুষদের অধীনে ৩৪টি বিভাগ ও চারটি ইনস্টিটিউট মিলিয়ে ৭১৭ জন শিক্ষকের তত্ত্বাবধানে সাড়ে ১৪ হাজার ৩৭৯ জন শিক্ষার্থী পড়াশোনা করছেন প্রতিষ্ঠানটিতে।
বিশ্ববিদ্যালয়ের উল্লেখযোগ্য স্থাপনার মধ্যে রয়েছে, দেশের সবচেয়ে উঁচু শহীদ মিনার, মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য সংশপ্তক, ভাষা আন্দোলন স্মরণে নির্মিত ভাস্কর্য অমর একুশ। এছাড়া নাট্যাচার্য সেলিম আল দীনের নামে রয়েছে গ্রিক আদলে তৈরি দৃষ্টিনন্দন মুক্তমঞ্চ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেশজুড়ে ‘প্রাকৃতিক স্বর্গ’ এবং ‘সংস্কৃতির রাজধানী’ নামে খ্যাত। এ বিশ্ববিদ্যালয়কে অতিথি পাখির অভয়ারণ্যও বলা হয়। অন্যদিকে প্রাণিবিদ্যা বিভাগের উদ্যোগে বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র ও প্রজাপতি পার্ক স্থাপন করে জীববৈচিত্র্য সংরক্ষণে বিশ্ববিদ্যালয়টির অবদান দেশ-বিদেশে প্রশংসা লাভ করেছে।
বিশ্ববিদ্যালয়ের চলমান অধিকতর উন্নয়ন প্রকল্পের ইতিমধ্যে নবনির্মিত ছয়টি হলে শিক্ষার্থীরা আবাসিক সুবিধা ভোগ করছেন। এ প্রকল্পের অধীনে লেকচার থিয়েটার, পরীক্ষার হল, স্পোর্টস কমপ্লেক্স, নতুন লাইব্রেরি ভবন ও ছাত্রীদের জন্য খেলার মাঠসহ অনেক স্থাপনার নির্মাণকাজ চলমান রয়েছে।
শিক্ষা ও গবেষণায় আন্তর্জাতিক র্যাংকিংয়ে দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেছে বিশ্ববিদ্যালয়টি। দীর্ঘপথ পরিক্রমায় বিশ্ববিদ্যালয়টি পেয়েছে অসংখ্য গুণী মানুষের সংস্পর্শ। এসব ব্যক্তিদের সংস্পর্শে বিশ্ববিদ্যালয় পরিচিত হয়েছে বিশ্বদরবারে। তাদের মধ্যে প্রখ্যাত কবি সৈয়দ আলী আহসান, অধ্যাপক সুনীল কুমার মুখোপাধ্যায়, লেখক হায়াৎ মামুদ, লেখক হুমায়ুন আজাদ, নাট্যকার সেলিম আল দীন, কবি মোহাম্মদ রফিক, রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী, আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষক অধ্যাপক তারেক শামসুর রেহমান, রসায়নবিদ অধ্যাপক শরীফ এনামুল কবির, ডক্টর সৌমিত্র শেখর, অর্থনীতিবিদ ও রাজনৈতিক ব্যক্তিত্ব আনু মুহাম্মদ, অভিনেতা হুমায়ুন ফরীদি, শহীদুজ্জামান সেলিম, জাকিয়া বারী মম, সজল নূর, ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম প্রমুখ অন্যতম।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান বলেন, প্রাণ প্রকৃতির আবাসস্থল, প্রকৃতির লীলাভূমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। শুরু থেকেই এইরকম পরিবেশ ছিল কিন্তু আমরা দুর্ভাগ্যক্রমে এই পরিবেশ হারিয়ে ফেলেছি। ২৪’ এর গণঅভ্যুস্থানের মাধ্যমে সারাদেশের মতো জাহাঙ্গীরনগর বিদ্যালয়ও বৈষম্যমুক্ত, অবিচারমুক্ত একটা বিদ্যাপীঠ হিসেবে আবির্ভাব লাভ করেছে। বিশ্ববিদ্যালয় দিবস প্রাক্কালে লক্ষ করেছি স্বঃস্ফুত অংশগ্রহণ তারই বহিঃপ্রকাশ। সবাইকে বিশ্ববিদ্যালয় দিবসের শুভেচ্ছা।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস সেই উপলক্ষে আমি বর্তমান ও প্রাত্তন শিক্ষার্থীদের অনেক অনেক শুভেচ্ছা জ্ঞাপন করছি। একইসাথে আমরা মনে করি, আগামী একটি বছর সকলে মিলে বিশ্ববিদ্যালয়ের উন্নতির জন্য, সর্বাঙ্গীন পরিবেশ রক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে নিয়ে একসাথে কাজ করব।
এছাড়াও দিনব্যাপী এ আয়োজনে ছাত্র-শিক্ষক কেন্দ্র, কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া চত্বরে পিঠা মেলা এবং চারুকলা বিভাগের আয়োজনে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বৈষম্যবিরোধী আল্পনা ও গ্রাফিতি প্রদর্শন করা হবে।
এম জি