Top
সর্বশেষ

মামলার পর ঠাকুরগাঁও সদর থানার ওসি প্রত্যাহার 

১১ মে, ২০২৩ ৩:১৯ অপরাহ্ণ
মামলার পর ঠাকুরগাঁও সদর থানার ওসি প্রত্যাহার 
ঠাকুরগাঁও প্রতিনিধি: :

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহ ৫ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান পুলকের মামলা দায়েরের পর ওসি কামাল হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। তবে পুলিশ সুপার বলছেন, প্রশাসনিক কারণে ওসি কামাল হোসেনকে প্রত্যাহার করে রংপুর রেঞ্জ অফিসে সংযুক্ত করা হয়েছে। থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জিয়ারুল ইসলামকে ভারপ্রাপ্ত হিসেবে অফিসার ইন চার্জের দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানান তিনি । জানতে চাইলে পুলিশ সুপার আরো বলেন, প্রত্যাহারের অর্ডারে প্রশাসনিক কারণ উল্লেখ করা হয়েছে। প্রশাসনিক কারণ মানে অনেক কিছু বোঝায়। এছাড়াও অভিযুক্ত আর চারজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এখনো কোন সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি বলেও জানান তিনি।

গত ২৯ এপ্রিল রাতে শহরের পাবলিক ক্লাব মাঠে অনুষ্ঠিত বৈশাখী মেলা থেকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান পুলককে থানায় ধরে নিয়ে গিয়ে অন্যায়ভাবে হাতে হাতকড়া পরিয়ে এবং চোখে কাপড় বেঁধে নির্মমভাবে নির্যাতন করে হাত ভেঙ্গে ফেলার অভিযোগ এনে গত বুধবার দুপুরে জেলা ও দায়রা আদালতে ওসি কামলাসহ পাঁচজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেন জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান পুলক। এতে মামলায় আসামি করা হয়- সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন, ওসি (অপারেশন) মো. লতিফ, এসআই খোকা চন্দ্র রায় ও মোহাম্মদ হাফিজ এবং এএসআই মো. মোতালেব। মামলার আবেদনের প্রেক্ষিতে জেলা ও দায়রা জজ মামুনুর রশীদ শুনানি শেষে বিষয়টি আমলে নিয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দীনকে বিচার বিভাগীয় তদন্তের আদেশ দেন। এছাড়াও সিভিল সার্জনকে ২৪ ঘন্টার মধ্যে পুলকের চিকিৎসার প্রতিবেদন দাখিল এবং পুলিশ সুপারকে বিভাগীয় মামলা রুজু করার আদেশ দেন বলে জানান বাদি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রহিম।

আদালতে দাখিলকৃত আবেদনে জানা যায়, গত ২৯ এপ্রিল জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান পুলক আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে ওসির কার্যালয়ে পুলককে লাঠি দিয়ে পেটান ওসি কামাল হোসেন, ওসি (অপারেশন) মো. লতিফ, এসআই খোকা চন্দ্র রায় ও মোহাম্মদ হাফিজ এবং এএসআই মো. মোতালেব। পরদিন সকালে পুলিশ ১৫১ ধারায় একটি মামলা দিয়ে পুলক ও রকিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠায়। গভীর রাতে পুলক অসুস্থ হয়ে পড়লে তাকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।পুলক ১০মে বুধবার ২৫০ শয্যা বিশিষ্ট ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসা শেষে রিলিজ নেন।

তবে ওসি কামাল হোসেন নির্যাতনের অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনার দিন ২৯ এপ্রিল বৈশাখী মেলায় তারা অশালীন আচরন ও বিশৃঙ্খলা সৃষ্টি করছিল। উপস্থিত জনতা তাদের মারধর করেছে। পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।

শেয়ার