Top
সর্বশেষ

চিলমারীতে জাতীয় শ্রমিক লীগের কমিটি গঠন

২৩ মে, ২০২৩ ২:০০ অপরাহ্ণ
চিলমারীতে জাতীয় শ্রমিক লীগের কমিটি গঠন
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ :

কুড়িগ্রামের চিলমারীতে জাতীয় শ্রমিক লীগের কমিটি গঠন করা হয়েছে। সোমবার বিকেলে জাতীয় শ্রমিক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শেষ জাতীয় শ্রমিক লীগের চিলমারী শাখার সভাপতি মো. সোহেল রানা, সাধারণ সম্পাদক মো. আশিকুর রহমান ও মোস্তাফিজার রহমান কে সাংগঠনিক সম্পাদক পদে ঘোষণা দেয়া হয়। আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা দিয়েছেন জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক।

এর আগে উপজেলার মাটিকাটা মোড়ে মটর শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি মোস্তাফিজার রহমান, সাধারণ সম্পাদক শহিদুজ্জামান রাসেল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ জাকির হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম লিচু প্রমুখ।

আলোচনা সভা শেষে জাতীয় শ্রমিকলীগের উপজেলা শাখার সভাপতি মো. সোহেল রানা, সাধারণ সম্পাদক মো. আশিকুর রহমান ও মোস্তাফিজার রহমান কে সাংগঠনিক সম্পাদক পদে ঘোষণা দেয়া হয়।

শেয়ার