Top
সর্বশেষ

ড্রেজিংকৃত বালি বিক্রয় বিনামূল্যে সরবরাহ স্থগিত করলো বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ

২৫ মে, ২০২৩ ৩:৩৯ অপরাহ্ণ
ড্রেজিংকৃত বালি বিক্রয় বিনামূল্যে সরবরাহ স্থগিত করলো বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ
পাবনা জেলা প্রতিনিধি :

পাবনা জেলার বেড়া উপজেলাধীন নগরবাড়ী নদীবন্দর /খেয়াখাট ও কাজিরহাট নদীবন্দর সংলগ্ন এলাকার বিআইডব্লিউটিএ এর ড্রেজার দ্বারা ড্রেজিংকৃত বালি বিক্রয় / বিনামুল্যে সরকারি উন্নয়ন কর্মকাণ্ড ও জনস্বার্থে সরবরাহ স্থগিত করেছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ ।

২৪শে মে ২০২৩ তারিখে বিআইডব্লিউটিএ এর নির্বাহী প্রকৌশলী (পুর)-৬ হাসান আহমেদ স্বাক্ষরিত পরিপত্রে (যার স্মারক নং-১৮.১১.০০০০.৩১৭.৩১.০২২৬.২১.২০৩) এ নির্দেশনা প্রদান করে বিআইডব্লিউটিএ কতৃপক্ষ। পরিপত্রে বিআইডব্লিউটিএ কতৃপক্ষ কারণ হিসেবে বিনামূল্যে উন্নয়ন কাজে সরবরাহের পাশাপাশি বিক্রয়ের অভিযোগ ও তার প্রমাণ পাওয়ার বিষয় উল্লেখ করেন।

এর পূর্বে ২৩শে মার্চ ২০২৩ তারিখে বিআইডব্লিউটিএ এর নির্বাহী প্রকৌশলী হাসান আহমেদ স্বাক্ষরিত পরিপত্রে পাবনা -২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির এমপি কে নগরবাড়ি নদীবন্দর ও কাজিরহাট নদীবন্দর সংলগ্ন এলাকায় ড্রেজিংকৃত বালি সরকারি উন্নয়ন কার্যক্রম ও জনস্বার্থে ব্যবহারের অনুমোদন দেয় বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ । বিআইডব্লিউটিএ এর অনুমোদনের ভিত্তিতে ৫ এপ্রিল ২০২৩ তারিখে রুপপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোজাহারুল ইসলাম মহন এর পুত্র আমিরুল ইসলাম শাহিন কে আধা সরকারি পরিপত্র (ডিও পত্র) এর মাধ্যমে উক্ত বালু বিতরণ কার্যক্রম তদারকির দায়িত্ব প্রদান করেন পাবনা -২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির এমপি।

শেয়ার