চট্টগ্রামের পটিয়ায় ১শ টাকার জন্য তরুণকে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত মারুফ হোসেনকে (১৭) গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত দশটার দিকে পটিয়া থানা পুলিশের একটি দল হাবিলাসদ্বীপ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার মারুফ উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের পাইরোল সাদার পাড়া এলাকার মো. সেলিম উদ্দিনের পুত্র।
অন্যদিকে নিহত মাঈন উদ্দিন (১৮) উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের ২নং ওয়াডের সাদার পাড়া এলাকায় দিল মোহাম্মদের প্রথম পুত্র। সে এবারের সদ্য সমাপ্ত পটিয়া শাহচান্দ আউলিয়া কামিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষা দিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত পরীক্ষার রেজাল্টটা দেখে যেতে পারেনি।
জানা যায়, গত মঙ্গলবার সকালে সাড় দশটার দিকে উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের ২ নাম্বার ওয়ার্ডের সাদার পাড়া এলাকার বাড়ির পূর্ব পাশে পুকুর পাড়ে কিশোর মাঈন উদ্দিনকে কিল ঘুষি মেরে হত্যা করা হয়। এ ঘটনার জন্য নিহতের পরিবারের পক্ষ থেকে একই এলাকার সেলিম উদ্দীনের ছেলে মো. মারুফ হোসেন, তার ভাই মাহফুজ, মা মিনু আকতার ও দাদী মনোয়ারা বেগমকে দায়ী করা হচ্ছে।
নিহতের পরিবারিক সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০ টার দিকে মাঈন উদ্দিন ঘর থেকে বের হওয়ার পর মারুফ ও তার বড় ভাই মাহফুজ সহ তাকে পথরোধ করে। এলোপাতাড়ি কিল ঘুষি মারতে থাকে। এসময় একপর্যায়ে মারুফ মাঈন উদ্দীনকে অন্ডকোষে লাথি দিলে সাথে সাথে মাটিতে লুটিয়ে পরে। খবর পেয়ে মাঈন উদ্দীনের বাবা মা ছেলেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
এদিকে নিহত মাঈন উদ্দিনের লাশ চমেক হাসপাতালে ময়নাতদন্ত শেষে মঙ্গলবার রাত দশটার সময় নামাজে জানাজা শেষে গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে বলে জানিয়েছেন বাবা দিল মোহাম্মদ।
পটিয়া থানার ওসি প্রিটন সরকার বলেন, মাঈন উদ্দিনকে পিটিয়ে হত্যার অভিযুক্ত মারুফ হোসেনকে হাবিলাসদ্বীপ এলাকা হতে রাতে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাঈন উদ্দিনকে কিল ঘুষি মারার কথা স্বীকার করেছে। নিহতের বাবা দিল মোহাম্মদ বাদী হয়ে থানার মামলা দায়ের করেছেন রাতেই। এ মামলায় একমাত্র আসামি মারুফ হোসেনকে বুধবার (৭ জুন) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।