মাগুরা জেলার শ্রীপুর উপজেলার আমলসার মাদেরবিল নামক স্থানের পাটক্ষেত থেকে গতকাল দশা মন্ডল নামে ৮৫ বছরের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ। নিহত ব্যক্তির বাড়ি আমলসার গ্রামের মধ্যপাড়া এলাকায়।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, নিহত দশা মন্ডল বার্ধক্যজনিত ছাড়াও শারীরিকভাবে মানসিক ভারসাম্যহীন ও শ্রবণ শক্তিহীন ছিলেন । তিনি ইচ্ছামত ঘুরাফেরা-চলাচল করতেন। পরিবারের লোকজনকে না জানিয়ে যখন-তখন এদিক-ওদিক চলে যেতেন । আবার ইচ্ছামতই বাড়িতে ফিরে আসতেন। এমনিভাবে গত মঙ্গলবার দুপুর ২টার দিকে বাড়ির কাউকে না জানিয়ে বাড়ি থেকে বের হন এবং দুপুর আড়াইটার দিকে ওই গ্রামের একটি চায়ের দোকানে বসে চা খেয়েছেন। কিন্তু দুপুর থেকে সন্ধ্যা গড়িয়ে রাত পর্যন্ত তিনি আর বাড়িতে ফিরে আসেনি। রাতে বাড়িতে ফিরে না আসায় সম্ভাব্য স্থানে তাকে খুঁজাখুঁজি করা হয় কিন্ত সন্ধান মেলেনি। পরদিন অর্থ্যাৎ গত বুধবার সকালে ওই গ্রামের এক ব্যক্তি মাদের বিলে কাজ করতে গিয়ে পাটক্ষেতের পাশেই বৃদ্ধের লাশ দেখতে পায়। সংবাদ পেয়ে নিহতের পরিবারের লোকজন ও স্থানীয় জনপ্রতিনিধি ঘটনাস্থলে পৌঁছে লাশটি শনাক্ত করে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও থানা পুলিশকে অবগত করেন। পরিবারের ধারণা তিনি হয়তবা পথ ভুলে ওই মাদের বিল এলাকায় চলে গিয়েছিলেন এবং প্রচন্ড গরমের কারণে তার মৃত্যু হতে পারে । শ্রীপুর থানা পুলিশ গত বুধবার সকালে ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা মর্গে প্রেরণ করেন।
আমলসার ইউপি চেয়ারম্যান সেবানন্দ বিশ্বাস জানান, নিহত বৃদ্ধ মানসিক ভারসম্যহীন ছিলেন । তিনি কানে ভাল ভাবে শুনতেন না বলে তাকে এলাকায় কাল দশা নামে পরিচিত ছিলেন । তিনিসহ এলাকাবাসীর ধারণা প্রখর সূর্যের তাপদাহ ও প্রচন্ড গরমে হিটস্ট্রোকে তার মৃত্যুর কারণে হতে পারে।
এ বিষয়ে শ্রীপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লিটন কুমার সরকার বলেন, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাগুরা মর্গে প্রেরণ করা হয়েছে । তবে ময়না তদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর আসল কারণ বলা সম্ভব নয়।