আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল আগেই ঘোষণা করেছিল বিসিবি। ঘোষিত দলে নতুন করে দুই ক্রিকেটার ডাক পেয়েছেন। তাদের মধ্যে একজন পেসার মুশফিক হাসান। দলে ডাক পেয়ে আজই (৮ জুন) প্রথমবারের মতো অনুশীলন ক্যাম্পে ছিলেন এই নবাগত পেসার।
প্রথম দিনের অনুশীলনে এসেই মুশফিক শুভেচ্ছা বার্তা পেয়েছেন চোটের কারণে স্কোয়াডের বাইরে সাকিব আল হাসানের কাছ থেকে। এরপর গণমাধ্যমের মুখোমুখি হয়ে এই পেসার বলছিলেন, ‘সবমিলিয়ে অনেক ভালো লাগছে। আমি প্রথমবার জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছি। কিন্তু ওরকম মনে হচ্ছে না আসলে। সবাই স্বাগত জানিয়েছে। ওরকম কিছু মনে হচ্ছে না। সব বড় ভাইদের সঙ্গে চেনা-পরিচিতি ছিল, সবাই স্বাগত জানিয়েছে। মাঠে আসার পর সাকিব ভাইও অভিনন্দন জানিয়েছে।’
একজন পেসার হলেও সবসময় নিজের ফিল্ডিং নিয়ে কাজ করেন মুশফিক। যাতে আরও কীভাবে প্রতিনিয়ত উন্নতি করা যায়, ‘আমি বেশি বেশি ফিল্ডিং করার চেষ্টা করি, যাতে দলের জন্য ভালো কিছু হয়। ভালো ক্যাচ-ফিল্ডিং মিলিয়ে প্রভাব রাখার মতো ফিল্ডার হওয়ার ইচ্ছে নিয়েই মাঠে নামি।’
এদিকে জাতীয় দলে ডাক পাওয়ার আগে নিজের প্রথম শ্রেণির পরিসংখ্যান নিয়ে মুশফিক বলেন, ‘গত এনসিএল ও বিসিএলে আমার ভালো মৌসুম কেটেছে আলহামদুলিল্লাহ। হয়তো এই সুবাধে আমাকে জাতীয় দলে ডেকেছে। আসলে বছরটাই আমার জন্য সৌভাগ্যের ছিল।’
দ্রুত সময়ে জাতীয় দলে ডাক পাওয়া নিয়ে মুশফিক বলছিলেন, ‘নির্বাচকরা যেটা ভালো মনে করেছেন সেটা করেছেন। আমি ভেবেছিলাম আমার সুযোগ আসবে। কিন্তু ওরকম প্রত্যাশা ছিল না যে আমি এত দ্রুত জাতীয় দলে ডাক পাবো। হলে আলহামদুলিল্লাহ, না হলেও আলহামদুলিল্লাহ ছিলাম। তবে আমি আমার প্রক্রিয়ায় থাকার চেষ্টা করি সবসময়।’