Top
সর্বশেষ
আইনজীবী হত্যায় প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে কাজ করুন: শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা সরকারের সহযোগিতা চান শীর্ষ বহুজাতিক কোম্পানির নির্বাহীরা চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার অনুরোধ শিবির সভাপতির নিষ্ঠুরভাবে বিক্ষোভ কন্ট্রোল করতে না চাওয়াটা সরকারের বড় সীমাবদ্ধতা: প্রেস সচিব চট্টগ্রামে ইসকন সদস্যদের হামলায় আইনজীবী সাইফুল নিহত সেপ্টেম্বরে কৃষিঋণ বিতরণ ও আদায় বেড়েছে সংবিধানের ৬২ জায়গায় সংশোধনী চায় বিএনপি   ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র সংঘর্ষের ঘটনায় ছাত্রশিবিরের উদ্বেগ প্রকাশ

আবাসিক হোটেল থেকে হাত-পা বাধা অবস্থায় গলা কাটা এক মরদেহ উদ্ধার

১২ জুন, ২০২৩ ১১:০৩ পূর্বাহ্ণ
আবাসিক হোটেল থেকে হাত-পা বাধা অবস্থায় গলা কাটা এক মরদেহ উদ্ধার
মেহেরপুর প্রতিনিধি :

মেহেরপুর শহরের আবাসিক হোটেল এজাজ প্লাজার ৪র্থ তলা থেকে হাত-পা বাধা অবস্থায় গলা কাটা এক অটোরিক্সা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিকেল এ হোটেল থেকে দূর্গন্ধ বের হলে হোটেল কতৃপক্ষ পুলিশে খবর দেয়। পরে সেখান থেকে অটোচালক আব্দুর রহমানের (৫৮) লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ধারনা করছে এটি দুই-তিন দিনের লাশ। তবে কি কারণে কে বা কারা তাকে হত্যা করেছে তার কারণ খুজে বের করার চেষ্টা চলছে। সে সদর উপজেলার শোলমারী গ্রামের মৃত আব্দুর রহিম আমিনের ছেলে।।

নিহতের ভাই মিজানুর রহমান জানান, শুক্রবার দুপুরে খাবার সময় উজলপুর গ্রামের বাদশা মিয়ার ছেলে নাহিদ একটি ভাড়া আছে বলে ফোন দিয়ে আব্দুর রহমানকে ডেকে নেয়। তারপর থেকে তার আর কোন সন্ধান পাওয়া যায়নি। দুপুরে পরিবার জানতে পারে চুয়াডাঙ্গায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছে তার ভাই। সেখানে গিয়ে দেখা যায় সে আব্দুর রহমান না। বিকেলে তারা মেহেরপুর শহরে ফিরে আসেন। এখানে সন্ধান মেলে একটি লাশের। পরে পরিবারের সদস্যরা তাকে দেখে পুলিশকে নিশ্চিত করে এটি আব্দুর রহমানের লাশ। তবে এখন পর্যন্ত সে অটোরিক্সা পাওয়া যায়নি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে লাশটি বেশ কয়েক দিনের। হোটেলের সামনের সিসিটিভির ফুটেজ দেখা হচ্ছে। আর কি কারণে কে বা কারা তাকে হত্যা করেছে তা ক্ষতিয়ে দেখা হচ্ছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

শেয়ার