Top

ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১২ জুন, ২০২৩ ১১:৫৩ পূর্বাহ্ণ
ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
মাগুরা প্রতিনিধি :

”ধর্ম যার যার, রাষ্ট্র সবার” প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রতিপাদ্যে মাগুরায় ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গতকাল অনুষ্ঠিত হয়েছে। মাগুরা জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন এর আয়োজনে বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান মিলনায়তনে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আই সি টি) হালিমা খাতুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহসভাপতি আবু নাছির বাবলু, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোঃ মনিরুজ্জামান ও স্থানীয় নেতৃবৃন্দ।

দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালায় ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক বিষয়ে গুরুত্বপূর্ন আলোচনা করা হয়। প্রশিক্ষণ কর্মশালায় জেলার বিভিন্ন মসজিদের ইমাম,মোয়াজ্জেম, মাদ্রাসার শিক্ষক, মন্দিরের পুরোহিত সহ বিভিন্ন পেশার ১০০ জন অংশগ্রহণ করে।

শেয়ার