পাট শিল্পের অবদান, স্মার্ট বাংলাদেশে বিনির্মাণ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে অনুষ্ঠিত হয়েছে পাটখাতে বিনিয়োগ আকর্ষণ বিষয়ক কর্মশালা ।
যশোরের জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে বেলা ১২টায় অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ উল আলম।যশোর জেলা প্রশাসনের আয়োজনে, পাট অধিদপ্তর বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সহযোগিতায় কর্মশালয় স্বাগত বক্তব্য দেন পাট অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক গোলাম ছরোয়ার তালুকদার। অনুষ্ঠিত কর্মশালায় আরও বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি প্রকৌশলী সুজাউল হক, জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি) যশোরের ইনচার্জ মাজিদুর রহমান ভূঁইয়া, পাট চাষী সমিতির সাধারণ সম্পাদক তোরাব আলী, পাটচাষী বীর মুক্তিযোদ্ধা হেরমত আলী এবং পাট চাষী আকরাম হোসেন। সভা সঞ্চালনা করেন পাট অধিদপ্তর খুলনার মুখ্য পরিদর্শক সরজিত সরকার। কর্মশালায় পাট ও পাট জাত দ্রব্যাদির বিষয় নিয়ে আলোচনা করা হয়।
কর্মশালা শেষে পাট চাষীদের মধ্যে বীজ বিতরণ করা হয়। চাষীদের হাতে পাটবীজ তুলে দেন যশোর জেলা প্রশাসক তমিজুল ইসলাম ইসলাম খান। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ উল আলম, পাট অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক গোলাম ছরোয়ার তালুকদার।