Top
সর্বশেষ

খানসামায় ছড়িয়ে পড়েছে লাম্পি স্কিন রোগ, মারা যাচ্ছে গরু

১৩ জুলাই, ২০২৩ ১১:০৩ পূর্বাহ্ণ
খানসামায় ছড়িয়ে পড়েছে লাম্পি স্কিন রোগ, মারা যাচ্ছে গরু
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি; :

দিনাজপুরের খানসামা উপজেলার বিভিন্ন এলাকায় গবাদিপশুর এলএসডি বা লাম্পি স্কিন ডিজিজ ছড়িয়ে পড়েছে। ইতিপূর্বেই লাম্পি স্কিন রোগে আক্রান্ত হয়ে একটি গরু মারা গেছে বলে তথ্য পাওয়া গেছে। এতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন গরুর খামারীরা। তারা এ রোগ প্রতিরোধে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেয়ার জন্য প্রাণী সম্পদ বিভাগের হস্তক্ষেপ কামনা করেছেন।

সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার সহজপুর, বাসুলী, মাদার দরগাহ, গোবিন্দপুর, ছাতিয়ানগড়, ভেড়ভেড়ী, খামারপাড়া, কাচিনীয়া সহ বিভিন্নস্থানে এই রোগের প্রার্দুভাব দেখা গেছে।

উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র পাকেরহাটের ইজারাদার জানান, শনি ও মঙ্গলবার হাট বসে। বিভিন্ন এলাকা থেকে এখানে গরু-ছাগল কিনতে আসেন বেপারিরা। তবে বতর্মানে হাটে প্রচুর পরিমাণে লাম্পি স্কিন রোগে আক্রান্ত গরু আসছে। সেই গরুগুলো বাইরের বেপারিরা কিনতে চাইছেন না।

এদিকে আক্রান্তের সঠিক পরিসংখ্যান নেই প্রাণীসম্পদ বিভাগের কাছে। তবে খামারী ও গৃহস্থ দের ক্যাম্প ও মুঠোফোনের মাধ্যমে বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রাণিসম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির।

উপজেলার পূর্ব বাসুলী গ্রামের খামারি ওসমান আলী বলেন, ‘আমার খামারের গরুর শরীরে হঠাৎ করে টিউমারের মতো গুটি গুটি কী যেন বের হয়েছে! এটা হওয়ার পর থেকেই খাওয়া-দাওয়া কমিয়ে দিয়ে শুধু ঝিম ধরে দাঁড়িয়ে থাকে। পশু ডাক্তারকে দেখিয়েছি, তারা ওষুধ দিয়েছে। দেড় সপ্তাহ হয়ে গেছে। গরুর শরীরে কোনো পরিবর্তন হয়নি।’

গাভী নিয়ে একই সমস্যায় পড়েছেন একই গ্রামের গরু পালনকারী নূর ইসলাম। তার গাভী প্রতিদিন দেড় কেজি দুধ দেয়। কিন্তু ছয় দিন ধরে গাভীটির চামড়ায় ছোট ছোট টিউমারের মতো গুটি বের হয়েছে এবং যথারীতি খাওয়া-দাওয়াও কমিয়ে দিয়েছে। এতে কমে গেছে দুধের পরিমাণও।

গরু চাষি জয়নাল আলী বলেন, এক মাস ধরে আমার গাভীর গায়ে গুটি বের হয়েছে। ডাক্তার প‍্যারাসিটামল আর হিস্টাসিন বড়ি দিয়েছেন। তা-ই খাওয়াচ্ছি। তবে এক সপ্তাহ হয়ে গেলেও এখনও সারেনি।

জাহাঙ্গীরপুর গ্রামের পল্লি চিকিৎসক জুয়েল বলেন, ‘আমাদের কাছে প্রায় প্রতিদিনই লাম্পি স্কিন রোগে আক্রান্ত গরু নিয়ে আসছেন খামারিরা। আমরা চিকিৎসা দিচ্ছি। তবে সেরে উঠতে মাসখানেক সময় লাগছে। এ রোগে আক্রান্ত গরুর শরীরে ব‍্যথা অনুভূত হয়।’

এ ব্যাপারে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.হুমায়ুন কবির বলেন, প্রতিদিন ৬ থেকে ৭টা গরু আমাদের কাছে চিকিৎসা নিতে আসছে। এ সময়ে সারাদেশে কম বেশি এ রোগে আক্রান্ত হচ্ছে গবাদি পশু। আমরা সাধ্যমত চিকিৎসা দিচ্ছি। এ নিয়ে খামারিদের হতাশ হওয়ার কিছু নেই। এটি একটি ভাইরাসজনিত রোগ। রোগটি খুব দ্রুত ছড়িয়ে পড়লেও সময়মত চিকিৎসা নিলে এর প্রভাব তেমন একটা ক্ষতিকর না। এটি কম বেশি সারা বছর ছিল। কিন্তু গত এক মাসে এই রোগ বেশি দেখা যাচ্ছে।

এই রোগের ভ্যাকসিন থাকলেও খামারিরা পশুকে ভ্যাকসিন দিতে তেমন একটা আগ্রহী হয় না, ফলে এই রোগটি ছড়িয়ে পড়ছে সব জায়গায়। আমরা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় ক্যাম্প করে সুস্থ গরুগুলোকে ভ্যাকসিন দিচ্ছি। আর যেসবের এলাকায় এসব রোগ আক্রান্ত হয়েছে ওই এলাকায় গরু সুস্থ না হওয়া পর্যন্ত, আমরা ভ্যাকসিন দিতে পারছিনা। খামারিদের কিছু বিষয় মেনে চলতে হবে গোয়ালঘর পরিষ্কার রাখতে হবে, প্রতিনিয়তই জীবাণুনাশক ব্লিচিং পাউডার স্প্রে করতে হবে। মশা মাছি আক্রান্ত করতে না পারে এজন্য মশারি ব্যবহার করতে হবে।

শেয়ার