Top
সর্বশেষ

উজানের পাহাড়ি ঢলে রংপুর বিভাগে সৃষ্ট বন্যার কিছুটা উন্নতি

১৫ জুলাই, ২০২৩ ৫:৪০ অপরাহ্ণ
উজানের পাহাড়ি ঢলে রংপুর বিভাগে সৃষ্ট বন্যার কিছুটা উন্নতি
রংপুর প্রতিনিধি :

উজানের পাহাড়ি ঢলে রংপুর বিভাগে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। শনিবার তিস্তা, দুধকুমার ও ধরলা নদীর পানি কিছুটা কমেছে। পানি কমতে শুরু করায় স্বস্তি ফিরেছে নদীর তীরবর্তী নিম্মাঞ্চল, চর ও দ্বীপচরের মানুষদের মাঝে।

রংপুর পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৬টায় তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে ২০ সেন্টিমিটার উপর দিয়ে এবং কাউনিয়া পয়েন্টে বিপদসীমার ১ দশমিক ১৫ মিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। এছাড়া ব্রহ্মপুত্র নদীর পানি বিপদসীমার ২২ সেন্টিমিটার নিচ দিয়ে, চিলমারী পয়েন্টে ২৪ সেন্টিমিটার নিচ দিয়ে এবং ধরলা নদী কুড়িগ্রাম পয়েন্টে বিপদসীমার ২৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে।

রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বলেন,উত্তরাঞ্চলের তিস্তা ও দুধকুমার নদীর পানি কমছে। সন্ধ্যা নাগাদ তিস্তা নদীর পানি বিপদসীমার নিচে অবস্থান করতে পারে। এছাড়া আগামী ২৪ ঘন্টায় দুধকুমার ও ধরলা নদীর পানি ধীরগতিতে কমতে থাকবে।

 

শেয়ার