কুড়িগ্রামে চলতি বন্যায় যোগাযোগ ব্যবস্থা বন্ধ ও সার্বিক বন্যা পরিস্থিতি বিবেচনা করে শিক্ষার্থীদের পাঠদান সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলার শিক্ষা বিভাগ। গত রবিবার এই নির্দেশ দেয়া হয়।
জেলার সাতটি উপজেলায় প্রাইমারী ও মাধ্যমিক পর্যায়ের ৬৬টি বিদ্যালয় বন্ধ রয়েছে। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়-৫৪টি এবং ১২টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ রয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উলিপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত হয় ৮টি বিদ্যালয়ের মধ্যে ৬টি,কুড়িগ্রাম সদর উপজেলায় ১৫ টি ক্ষতিগ্রস্তের মধ্যে ৬টি,চিলামারীতে ক্ষতিগ্রস্ত ৯টির মধ্যে ৮টি, ফুলবাড়ীতে ক্ষতিগ্রস্ত ৭টি,রৌমারী ও ভূরুঙ্গামারীতে ক্ষতিগ্রস্ত১টি করে এবং নাগেশ্বরীতে ২৫টি ক্ষতিগ্রস্ত সহ ৫৪টি বিদ্যালয়ের পাঠদান বন্ধ রয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত প্রাথমিক বিদ্যালয়গুলোর তালিকা করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সাময়িক ভাবে এসব বিদ্যালয়ে পাঠদান বন্ধ রাখা হয়েছে।
জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামছুল আলম বলেন, কুড়িগ্রামের নাগেশ্বরীতে-১০ টি এবং ভূরুঙ্গামারী ও উলিপুর উপজেলায় ১টি করে বিদ্যালয় বন্ধ হয়েছে। এরমধ্যে নিম্ন ও উচ্চ মাধ্যমিক,স্কুল-কলেজ এবং মাদ্রাসার পাঠদান বন্ধ।