Top

‘দুই মাদ্রিদের’ ব্যবধান এখন আরও কমলো

২১ ফেব্রুয়ারি, ২০২১ ৬:০৮ অপরাহ্ণ
‘দুই মাদ্রিদের’ ব্যবধান এখন আরও কমলো
স্পোর্টস ডেস্ক :

দুই-তিন সপ্তাহ আগের দৃশ্যপট যদি সামনে আনা যায়, তাহলে লা লিগার শিরোপা আতলেতিকো মাদ্রিদ ছাড়া অন্য কোথাও যাবে, সেটা চিন্তা করাও কঠিন ছিল। অথচ ওই দৃশ্যপট এখন কত অচেনা! যে দলটি দুই ম্যাচ কম খেলেও ১০ পয়েন্টের ব্যবধান রেখে শীর্ষে ছিল, সেই আতলেতিকো ছন্দ হারানোয় তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে নগর প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ।

মাদ্রিদের দুই ক্লাবের ব্যবধান এখন মাত্র ৩ পয়েন্টের। ২৩ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আতলেতিকো। তাদের চেয়ে এক ম্যাচ বেশি খেলা রিয়ালের পয়েন্ট ৫২। শনিবার রাতে দুই দলের ম্যাচের দুই রকম ফল পয়েন্ট টেবিলের সমীকরণ পাল্টে দিয়েছে। আগের ম্যাচে ঘরের মাঠে লেভান্তের বিপক্ষে ২-০ গোলে আতলেতিকো হেরে যাওয়ায় ব্যবধান কমানোর সুযোগ তৈরি হয় রিয়ালের। রিয়াল ভায়াদোলিদের মাঠ থেকে ১-০ গোলে জিতে ফিরে সেই সুযোগটা কাজে লাগাতে ভুল করেনি লস ব্লাঙ্কোস।

হঠাৎই ছন্দপতন আতলেতিকোর। দুর্দান্ত গতিতে ছোটা ডিয়েগো সিমিওনির দল আগের ম্যাচে ড্র করার পর এবার হেরেই গেছে। তাও আবার ঘরের মাঠে। ৩০ মিনিটে আত্মঘাতী গোল হজমের পর সমতায় তো ফিরতেই পারেনি, উল্টো দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে আরেকটি গোল খেয়ে লেভান্তের কাছে হারিয়েছে ৩ পয়েন্ট।

বিপরীতে চোটে জর্জরিত রিয়াল জোড়াতালি দেওয়া দল নিয়েও ভায়াদোলিদের মাঠ থেকে জিতে ফিরেছে। যাতে শীর্ষে থাকা আতলেতিকোর সঙ্গে ব্যবধান আরও কমিয়ে এনেছে। ভায়াদোলিদ ম্যাচে জিনেদিন জিদান চোটের কারণে পাননি দলের ৯ খেলোয়াড়কে। এই অবস্থা কয়েক সপ্তাহ ধরে চলছে রিয়ালে। এরপরও নতুন ফর্মেশন দাঁড় করিয়ে জয়ের ধারা সচল রেখেছেন ফরাসি কিংবদন্তি।

সবশেষ চার ম্যাচের সবকটিতে জিতেছে রিয়াল। পেয়েছে ১২ ম্যাচে। আর এই সময়কালে আতলেতিকো নিতে পেরেছে মাত্র ৫ পয়েন্ট।

দুই সপ্তাহ পর আছে মাদ্রিদ ডার্বি। বিশ্বের অন্যতম সেরা এই ডার্বি তৈরি থাকছে উত্তেজনার ডালি সাজিয়ে।

শেয়ার