Top

কুড়িগ্রামের ধরলা নদীর তীর সংরক্ষণ কাজের উদ্বোধন

২১ ফেব্রুয়ারি, ২০২১ ৬:৪৮ অপরাহ্ণ
কুড়িগ্রামের ধরলা নদীর তীর সংরক্ষণ কাজের উদ্বোধন
কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ধরলা নদীর ডান ও বামতীর সংরক্ষণের কাজের উদ্বোধন করা হয়েছে।

রোববার (২১ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজী গ্রাম সংলগ্ন ধরলা নদী তীরবর্তী স্থানে কাজের উদ্বোধন করেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ।

তীর সংরক্ষণ কাজে ৫৪ কোটি ৫০ লাখ ৯০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এতে দুই তীরের প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ এলাকায় এই কাজ করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমিন, ফুলবাড়ী উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, শিমুলবাড়ী ইউপি চেয়ারম্যান এজাহার আলী, বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মইনুল হক প্রমুখ।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে কুড়িগ্রাম সদর, রাজারহাট ও ফুলবাড়ী উপজেলা দিয়ে প্রবাহিত ধরলা নদীতে বন্যা নিয়ন্ত্রনসহ বাম ও ডান তীর সংরক্ষণের জন্য ৫৪ কোটি ৫০ লাখ ৯০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এতে প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ এলাকার দুই তীর শাসনে কাজ করা হবে।

শেয়ার